এম,সফিউল আজম চৌধুরী (চট্টগ্রাম):আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নগরসহ চট্টগ্রামের প্রতিটি এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। তাদের পাশাপাশি আইনশৃংলা রক্ষা, ভোটাদের নিরপত্তার জন্য টহল বাড়িয়েছে সেনা বাহিনী,বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার (৬ জুনায়ারি) সকাল থেকে নগরসহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে টহল শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপুর্ন মোড়ে তল্লাশি শুরু করেছে। সন্দেহ জনক হলে গাড়ি,সাধারন লোকদের তল্লাশি করছে বলে সিএমপি ও জেলা পুলিশ সুত্রে জানা যায,নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ভোটার গন যেন নির্ভয়ে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে পৌছে ভোট দিতে পারে তার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সকালে এক অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন তফসিল ঘোষণার পর থেকেই পুলিশ, র্যাব, আনসার, বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনী কঠোর পরিশ্রম করে আসছে।আর এই পরিশ্রম সার্থকতা আসবে যখন সাধারন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সুষ্ঠু ভাবে নির্বাচনের মাধ্যমে। কন্ট্রোল রুমে স্ট্রাইকিং টিম থাকবে বলে তিনি জানান।
এদিকে, নির্বাচনের আগের দিন থেকে মোটরসাইকেল চালাচলে বিধিনিষেধ আরোপ করেছেন পুলিশ প্রশাসন। এই বিধিনিষেধ অমান্য করায় ৪৫টি মোটরসাইকেল আটক করেছে সিএমপি ট্রাফিক (উত্তর)। সবগুলো মোটরসাইকেল ডাম্পিং করা হবে। নির্বাচন শেষে যার যার গাড়ি মালিককে বুঝিয়ে দেওয়া হবে।