স্টাফ রিপোর্টার ।।কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পঞ্চগড়ের দুটি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। জেলার দুটি আসনের ২৮৭ টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত। এ রিপোর্ট লিখা পর্যন্ত (পাঁচটা) কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতিও দেখা গেছে। তবে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। দুটি আসনের ১০টি কেন্দ্র পরিদর্শন করে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় নি। তবে রেলমন্ত্রীর বাড়ির ভোটকেন্দ্র ময়দানদীঘি উচ্চবিদ্যালয় ও রেলমন্ত্রীর এপিএসের ভোটকেন্দ্র নয়াদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বেলা একটায় বোদা উপজেলার মাঝগ্রাম সরকারি প্রাধমিক বিদ্যালয়ে ১৪ শতাংশ, নয়াদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা দেড়টায় ২১ শতাংশ ভোট পড়েছে। পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তার নিজ কেন্দ্র সাতখামার মাদ্রাসায় বেলা দুইটায় ৩৬ শতাংশ ভোট পড়েছে। জেলার দুইটি আসনে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং দুইজন বিচারক সার্বক্ষণিক মাঠে আছে। ৮৫২ পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব, এপিবিএন পুলিশ ৪ প্লাটুন এবং ৮ প্লাটুন আনসারসহ ৪ হাজার ৬৪৪ জন দায়িত্বে ছিলেন। পঞ্চগড়ের আসনের মোট ভোটারের সংখ্যা ৮ লাখ ২৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ২২ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৩৫৯ জন ও নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৬৬২ জন। তার মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ১ লাখ ১৬১, পঞ্চগড় সদর ২ লাখ ২৩ হাজার ৫৪১ ও আটোয়ারীতে ১ লাখ ১০ হাজার ৩২০ জন। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৮৯ হাজার ৯৪১ জন। তার মধ্যে পুরুষ এক লাখ ৯৫ হাজার ৭১০ জন ও নারী ভোটার এক লাখ ৯৪ হাজার ২২৮ জন। প্রিসাইডিং অফিসারদের ধারণা ৪০ শতাংশের বেশি ভোট পড়বে না। কোথাও কোথাও ২০ শতাংশ আবার কোথাও ৩৫ থেকে ৪৫ শতাংশ ভোট পড়েছে।
রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতাহীন নির্বাচন অনুষ্ঠান হয়েছে। দুটি আসনেই ভোটাররা শান্তিপুর্নভাবে ভোট দিতে পেরেছেন। ানুষ যেন নির্ভয়ে, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এজন্য সবাই আমরা একসাথে কাজ করেছি। #