স্টাফ রিপোর্টার।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-০১ (আটোয়ারী,পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীক প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া(মুক্তা) নিরঙ্কুশভাবে বিজয় লাভ করায় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রোববার সন্ধার পর বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা হতে শুরু করলে তিনি দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে ছুটে আসেন। নৌকার বিজয়ের পর সন্ধ্যার পর থেকে এ আসনে নৌকার জয়ধ্বনিতে আনন্দ মিছিল বের করা হয়। রাত সাড়ে ১০টার দিকে দলের নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নাঈমুজ্জামান ভুঁইয়া। বিপুল ভোটে বিজয়ী করে সংসদ সদস্য নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চান নবনির্বাচিত এই এমপি। এখানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। সোমবার (০৮ জানুয়ারি) সকাল থেকে তিনি তিনটি উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে সংক্ষিপ্ত সময় নিয়ে নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নেতা-কর্মী ও নৌকা মার্কার সমর্থকরা নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কাছে পেয়ে আনন্দ উল্লাস করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকে আবেগাপ্লুত হয়ে নব নির্বাচিত এমপি মুক্তাকে বুকে জড়িয়ে ধরে তার সঙ্গে কোলাকুলি করছেন। কেউ পরাচ্ছেন ফুলের মালা, আবার কেউ দিচ্ছেন ফুলের তোড়া। এতে বিন্দুমাত্র বিরক্ত হচ্ছেন না তিনি। মুক্তা বলেন, এই বিজয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগের, নৌকার, আটোয়ারী,পঞ্চগড় সদর ও তেঁতুলিয়াবাসীর। এই বিজয় আমার প্রতিটা নেতা-কর্মীর। এই বিজয় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার, এই বিজয় নৌকা প্রতিকের। তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে বিপুল ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করায় আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের নৌকার প্রতি ভালোবাসার সংবাদ বঙ্গবন্ধুর কন্যার কাছে পৌছে দিব। আমি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। উন্নয়নে পিছিয়ে পরা পঞ্চগড়-০১ আসন উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে আমার, এখন তা বাস্তবায়নের পালা। আমি আপনাদের সহযোগিতায় পঞ্চগড়-১ আসনটিকে স্মার্ট পঞ্চগড় গড়বো,ইনশাআল্লাহ। তিনি বলেন,সব কিছুর পরিবর্তন হচ্ছে, আমি পরিবর্তন চাই। যেমন, ভোটের পর নেতা-কর্মীরা বিজয়ী প্রার্থীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আমি তার উল্টো। আমি বিজয়ী হওয়ার পর নেতা-কর্মীদের বাড়ীতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছি। তিনি বলেন, আমার সাথে সাক্ষাৎ করতে ঢাকা যেতে হবে না। কোন নেতা বা দালাল ধরতে হবে না। আমি নিজেই এলাকায় এসে আপনাদের সাথে দেখা করবো। আপনাদের খোঁজ খবর রাখবো।
বিভিন্ন পেশাজীবী সংগঠনও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরীর নেতৃত্বে বিএমএর নেতা ও চিকিৎসক দল বাসায় গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সফর সঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মীনি বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ কেদ্রীয় কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম,পঞ্চগড় পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।