ষ্টাফ রিপোর্টার :-চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, সমাজে যারা বিত্তবান আছেন, তাঁরা যদি এই ছিন্নমূল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই , যে যার অবস্থানে থেকে অসহায় গরীব মানুষ সাহায্যে এগিয়ে আসে তাহলে মানুষ কোন ধরনের কষ্ট লাগব হবে না।সামর্থ্য অনুযায়ী এই ঠান্ডার দিনে অসহায় মানুষকে শীতের কাপড় দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।তিনি বলেন,ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে রাস্তার পাশে-ফুটপাতে তারা অনেক কষ্টে রাতযাপন করেন।তাদের কষ্টে আমাদের সামান্য সাহায্যে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।আজ ১১ জানুয়ারি( বৃহস্পতিবার)দামপাড়াস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্ত্বরে কেডিএস গ্রুপের পক্ষ হতে প্রাপ্ত কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি আরে বলেন, সমাজের আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নানামুখী সহমর্মিতামূলক কাজে পুলিশ সর্বদা নিয়োজিত। সামনের দিনেও পুলিশ বাংলাদেশের মানুষের সেবায় কাজ করে যাবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব সেলিম রহমান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কেডিএস গ্রুপের যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করেন ।এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ কেডিএস গ্রুপের প্রটোকল হেড জনাব সুমন চৌধুরী এবং সিনিয়র ম্যানেজার এইচআর এন্ড এডমিন জনাব সুবির দাশ উপস্থিত ছিলেন।