ষ্টাফ রিপোর্টার :- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার ধানক্ষেতের জমিতে গলা কাটা অবস্থায় মো. আরিফ (১৬) নামে এক অটো রিক্সা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে চরলক্ষ্যার নিমতলা এলাকার বড়বিল থেকে মরদেহটি উদ্ধার করে। জানা যায়, আরিফ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড ইছানগর গ্রামে গান্ধীর বাড়িতে বসবাস করতেন।সে পেশায় একজন অটোরিক্সা চালক।পুলিশ সূত্রে জানা যায় , বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ইছানগর মির্জাবাড়ি এলাকার সম্রাটের গ্যারেজ থেকে জাহেদ নামের এক ব্যক্তির মালিকানাধীন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে প্রতিদিনের মতো বের হয় আরিফ। পরে আজ শুক্রবার সকালে স্থানীয়রা চরলক্ষ্যা নিমতলা এলাকার বড়বিলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ জহির হোসেন বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।