থাকতো যদি একটা বাড়ি
হতাম আমি তার
থাকতো যদি একটা গাড়ি
করতো আপনার।
থাকতো যদি অনেক টাকা
নিরাপত্তা দিয়ে
বিদেশেতে উড়াল দিতো
বিয়ে করে নিয়ে।
থাকতো যদি কিশোর বয়স
মন হতো রঙিন
মনের সুখে ভেসে যেতো
বাজাতো সুখবীণ।
থাকতো যদি মনেরই জোর
নাচতো মাথায় তুলে
গহীন মনে রাখতো লুকায়
যেতো না সে ভুলে।
চাই না আমি বাড়ি গাড়ি
চাই না বিদেশ যেতে
তোমায় নিয়ে থাকবো সুখে
মন যমুনায় মেতে।