নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে আত্মগোপন থেকেও পুলিশের জালে আট মামলার সাজা ও দুই মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি কামাল পাশা গ্রেফতার। রবিবার (১৪ জানুয়ারি) সকালে নগরীর ইপিজেড এলাকার আকমল আলী সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেন সিএমপি কর্ণফুলী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি কামাল পাশা কর্ণফুলী এলাকায় একসময় ভাংগারী ব্যাবসা করতো। এসময় বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠানের সাথে আর্থিক প্রতারণা করার দায়ে প্রতিষ্ঠান গুলো আদালতে মামলা দায়ের করলেও কোন প্রকার সুরহা না হলে আদালত অপরাধ বিবেচনা করে সাজা প্রদান করেন। কিন্তু আইনের ধারা ছোঁয়ার বাইরে ছিল এই আসামি। গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার উপপরিদর্শক রাজ্জাকুল ইসলাম, আবু বকর ও আবুল বশর এর বিশেষ অভিযানে গ্রেফতার হয় কামাল পাশা।
গ্রেফতারকৃত আসামী কামাল পাশা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সাবের আহমদ ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান, “দীর্ঘ দিন ধরে সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামির বিরুদ্ধে একাধিক মামলা সহ আদালতের সাজার রায় রয়েছে। সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে