স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের বোদা পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদের আবুল সোমবার বেলা দেড়টায় পৌর এলাকার নগকুমারীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। দৈহিক গঠন ও চেহারার কারণে তাঁর সহকর্মীরা তাকে আবুল খান নামে ডাকতেন। পরে তিনি এলাকার মানুষের নিকট আবুল খান নামে পরিচিত হয়ে উঠেন। ইন্নালিল্লাহ……………রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হার্টসহ জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় গ্রামের বাড়ি মাঝগ্রামে নামাজে জানাযা শেষে কুড়ালীপাড়া পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনম পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ পৌর, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। #