হিম চাদরে আবৃত পৃথিবীর ছাদ
সুনসান পথ-প্রান্তর
স্থবিরতা পেয়েছে নতুন ঠিকানা
মাঠ ঘাট ফল ফসলি ক্ষেত
তুষার কন্যার কাছে সমর্পিত
আকাশছোঁয়া গাছও হয়েছে ন্যুব্জ
যেন বার্ধক্যজনিত রোগাক্রান্ত!
শীত যেন তার আপন মহিমায় সমুজ্জ্বল
কুসুম তরুতলে প্রজাপতির প্রণয় নীড় আজ কুয়াশাস্নাত
ক্লান্ত মলিন পাতা ঝরা হেয়ালি কান্ড
সাদায় সাদায় সমুদ্র ছুঁয়েছে আদিগন্ত
রোদেলা ফনায় সুক্ষ্মদর্শী হাওয়া
বিষিয়েছে যেন নীলাভ নবীন
সাঁওতালি ফসলি ঘ্রাণ
মৃত ফসিলে সয়লাব কালপুরুষের মহাশ্মশান।
বিপন্ন এ ভূমির যত আবেদন
তাচ্ছিল্য করেছে কুৎসিত হিংস্রতায়
শীত সম্রাট
কি এক রুদ্ররোষে
ভিজিয়ে যাচ্ছে এই ধরণীতল
রুক্ষ শুষ্ক হিমেল বৈরিতা
আর কতদিন হানা দেবে মনুষ্যালয়ে
শুধু বলতে পারে কেবলই সবজান্তা শীতেশ্বর…