1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
রুহিয়ায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক হাত ও পায়ে শিকল বেরি লাগানো অবস্থায় মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে সাঁকোয়ায় ইপিজেড এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মানবতার ফেরিওয়ালা হিসাবে পলাশবাড়ীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক রুবেল ও স্বেচ্ছাসেবক ইউসুফ ছোট গল্প________ “সংসার ধর্ম সকলের জন্য নয়” (✒️এস এম মনিরুজ্জামান আকাশ) (দ্বিতীয় পর্ব) হরিপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার গলায়  ফাস দিয়ে আত্মাহত্যা ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে নতুন কমিটি সভাপতি স্বপন কুমার সম্পাদক যামিনী রায় গাইবান্ধায় প্রয়াত বিএনপি,র নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা নরসিংদীতে বিএনপি নেতা সুমনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গায়  রাস্তা নির্মাণের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাওয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হারুন অর রশিদকে ব্যাতিক্রম কিছু করার জন্য সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১১৮৫ বার পড়া হয়েছে

ফালগুনী ইসলাম।। ঠাকুরগাওয়ের সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হারুন অর রশিদের ব্যাতিক্রমী কিছু কাজকর্ম,চলার ধরণ ও কৌশলেরর জন্য তার সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।সে সম্পূর্ণ ব্যাতিক্রম একজন মানুষ।এই মানুষটি ৫ফুট ৭ ইন্ঞ্চি লম্বা শরীরের অত্যন্ত মিশুক স্বভাবের একজন,কবি কাজী নজরুল আকৃতির লম্বা ও ঝাঁকড়া চুল। তাঁর ব্যাবহৃত মোটর সাইকেলটি XL-125 বর্তমান সময়ে এটিও ব্যাতিক্রম।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্স করেন। এছাড়াও তিনি মাধ্যমিক পর্যায়ের একটি স্কুলের আইসিটি শিক্ষক,নাট্যকর্মী ও নাট্যকার।বালিয়াডাঙ্গী টাইগার নাট্য গোষ্ঠির প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্দেশক।বালিয়াডাঙ্গীতে তাঁর নির্দেশনায় এযাবৎ ১৮ টি নাটক মন্ঞ্চস্থ হয়েছে।
অন্যদিকে গোটা দুনিয়া যখন করোনায় আক্রান্ত বাংলাদেশেও এর ব্যাতিক্রম হয়নি।সে সময় কারো সংস্পর্শে কেউ আসতে চায় না, কাউকে কেউ আসতেও দেয় না।কোন বড় লোক কারো বাসার গেট কিংবা বাউন্ডারীর ওয়াল ঘেঁষতে দেন না কোন ভিক্ষুককে।সে সময় এসব ভিক্ষুক,অসহায় ও নিরন্ন মানুষদের জন্য সপ্তাহে একদিন ভাল খাবারের তুলে দেওয়ার জন্য গড়ে তুলেন হতভাগা সেন্টার।পরবর্তিতে যেটি এখন বালিয়াডাঙ্গী মেহমান খানা নামে পরিচিত। যে মেহমান খানাটি গত শুক্রবার দুই বছর পূর্তি করে তিন বছরে পা রেখেছে।
এই ব্যাতিক্রম মানুষটিকে উৎসাহ দেওয়ার জন্যই আজ তাঁর সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বলে জানা গেছে।
এব্যাপারে হারুন অর রশিদ এর কাছে অনুভুতি জানতে চাইলে তিনি বলেন “আজ নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছে।কারণ আমার সাংবাদিক সহকর্মীরা ব্যাতিক্রম কিছু করার ধরন ও কৌশলের জন্য আমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।”
তাঁর সহকর্মী আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বাবুল জানান, সাংবাদিক হারুন অর রশিদ অত্যন্ত মিশুক স্বভাবের ব্যাতিক্রম একজন মানুষ। অনেক ব্যাতিক্রমের মধ্যে তার মাথার চুল আমাদের কাছে অন্যতম।জয়নাল আরো জানান,আমাদের আরেক সহকর্মী চ্যানেল আই’র প্রতিনিধি এটিএম শামশুজোহা বাবুল তাকে ফুলেল শুভেচ্ছা জানাবার প্রস্তাব দিলে বাকী সহকর্মীরা সম্মতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ঠাকুরগাও প্রতিনিধি এটিএম শামসুজ্জোহা,আর টিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বাবুল,সাংবাদিক আব্দুল্লাহ্ হক দুলাল,আজকের পত্রিকার ঠাকুরগাও জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন শিশির ও সাংবাদিক মজিবর রহমান শেখ প্রমুখ।
তাঁদের এমন উদ্যোগের জন্য সাংবাদিক হারুন অর রশিদ সকল সাংবাদিক সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

2 thoughts on "ঠাকুরগাওয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হারুন অর রশিদকে ব্যাতিক্রম কিছু করার জন্য সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা"

  1. হারুন অর রশিদ says:

    ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাচ্ছি”দৈনিক ঝড়” ও ঝড়ের সম্পাদক শাওন আমিনকে।
    ধন্যবাদ প্রতিবেদক ফাল্গুনী ইসলামকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত