1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

নানা আয়োজন ও অনুষ্ঠানে পঞ্চগড়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।ননানা আয়োজন ও অনুষ্ঠানের মধ্যদিয়ে পঞ্চগড়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত। এ উপলক্ষে বৃহস্পতিবার সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় সার্কিট হাউজের সামনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রতিকৃতিতে প্রথমে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, পরে পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুস্তস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম বক্তব্য দেন। বক্তারা দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চে ভাষণের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আনুষ্ঠানিকতার সাথে শিশুকন্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন, কুইজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতির চিত্রাংকন প্রতিযোগিতা, দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা, চিরঞ্জিব মুজিব বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভূমিকা তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোকসজ্জা।
সন্ধ্যায় পঞ্চগড় সরকারি মিলনায়তনে জেলা প্রশাসন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং