1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড় জেলায় এলপিজি পাম্প ব্যবসায় একচ্ছত্র আধিপত্য কায়েমে নব কৌশল রুহিয়ায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক হাত ও পায়ে শিকল বেরি লাগানো অবস্থায় মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে সাঁকোয়ায় ইপিজেড এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মানবতার ফেরিওয়ালা হিসাবে পলাশবাড়ীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক রুবেল ও স্বেচ্ছাসেবক ইউসুফ ছোট গল্প________ “সংসার ধর্ম সকলের জন্য নয়” (✒️এস এম মনিরুজ্জামান আকাশ) (দ্বিতীয় পর্ব) হরিপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার গলায়  ফাস দিয়ে আত্মাহত্যা ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে নতুন কমিটি সভাপতি স্বপন কুমার সম্পাদক যামিনী রায় গাইবান্ধায় প্রয়াত বিএনপি,র নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা নরসিংদীতে বিএনপি নেতা সুমনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশা এনজিওর ম্যানেজার মহিলার অসামাজিক কাজে লিপ্ত থাকায় বরখাস্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

বালিয়াডাঙ্গী প্রতিনিধি।।
মহিলার সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের খোঁচাবাড়ী হাট ব্রাঞ্চ শাখার আশা এনজিওর সহকারী ম্যানেজার তোফাজ্জল হোসেন মহিলার স্বামীর নিকট ধৃতের ঘটনায় আশার উদ্ধোতন কর্তৃপক্ষ তাকে ক্লোজ করেছে।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বেসরকারী সংস্থা আশার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এরিয়া অফিসের অধিনস্থ বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের খোঁচাবাড়ী হাট আশা ব্রাঞ্চ শাখা অফিসের সহকারী ম্যানেজার তোফাজ্জল হোসেন রবিবার (২০ আগস্ট/২৩) দুপুর ২টায় পাশ্ববর্তী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গেদিপাড়া খাসপাড়া গ্রামের জৈনেক একদিন মজুরের অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে তার স্ত্রীর (৪৫) এর সাথে অবৈধ কাজে লিপ্ত থাকে এসময় ওই দিনমুজুর মাঠ থেকে কাজ করে বাড়ীতে ফিরে শয়ন ঘরে প্রবেশ করে মেঝেতে তার স্ত্রী তিন সন্তানের জননীর সাথে আশা সহকারী ম্যানেজার তোফাজ্জল হোসেন অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদেরকে উলঙ্গ অবস্থায় হাতে নাতে ধৃত করে। বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হলে এলাকার মানুষ তার বাড়ীতে এসে ভিড় জমায়। এসময় ওই আশার সহকারী ম্যানেজার তোফাজ্জল হোসেনকে আটক করে রাখে।
কিছুক্ষণ পরে রাখালদেবী গ্রামের আজিজার রহমান ঘটনাস্থলে এলে আশার ম্যানেজার তোফাজ্জল হোসেন তার সাথে কথা বলার পর রহস্যজনক ভাবে তাকে ছিনিয়ে নিয়ে গেলেও তার ব্যবহিত ১০০ সিসি ডিসকোভার মোটর সাইকেলটি যাহার নাম্বার ঠাকুরগাঁও-হ ১২-০৮৫৯ গাড়ীটি আটক করে রাখে।
কিছুক্ষণ পরে তার স্ত্রী লোক লজ্জায় স্বামীর বাড়ী থেকে ছাগল নিয়ে বাবার বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়।
ওই দিন মুজুর জানান, মাঠে রোপা নাড়ানী করে বাড়ী ফিরে ঘরের ভিতরে প্রবেশ করে খোঁচাবাড়ী হাট শাখার আশার সহকারী ম্যানেজার তোফাজ্জল হোসেন স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদেরকে হাতে নাতে আটক করে রাখি। এসময় লম্পট তোফাজ্জল হোসেন পালিয়ে যাবার চেষ্টা করলে আমার পড়নের সাটের কলার ধরে টানা হিছড়া করে ছিড়ে ফেলে। পরে রাখালদেবী গ্রামের মকিম উদ্দীনের ছেলে আজিজার রহমান নামের তাকে কৌশলে ছিনিয়ে নিয়ে যায়। তার মোটর সাইকেলটি আটক করে রাখার পর স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় জমা রাখা হয়। এধরনের ন্যাক্কারজনক ঘটনায় তোফাজ্জলের শাস্তির দাবী জানাই।
অপরদিকে খোচাবাড়ী হাট ব্রাঞ্চ শাখার আশা এনজিওর ম্যানেজার সহিদুল ইসলাম বলেন, ঘটনাটি লোকমুখে সংবাদ পাওয়ার পর উদ্ধোতন কতৃপক্ষকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে তাকে রুহিয়া এরিয়া অফিস থেকে ঠাকুরগাঁও এরিয়া অফিসে ডেকে নিয়ে গিয়ে তাকে ক্লোজ করে। তার গ্রামের বাড়ী ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকায়।লচ
এঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
এদিকে আটোয়ারী থানা পুলিশ দিন মুজুরের বাড়ীতে এসে খোঁচাবাড়ী হাট আশা ব্রাঞ্চ শাখার সহকারী ম্যানাজার তোফাজ্জল হোসেনের ব্যবহিত মোটরসাইকেলটি উদ্ধা করতে এলে এসময় পুলিশ স্থানীয় লোকজনের বাঁধার কারণে গাড়ীটি নিয়ে যেতে পারেনি।
পরদিন সহকারী ম্যানাজার তোফাজ্জল হোসেন তার ব্যবহিত আটককৃত মোটরসাইকেলটি উদ্ধার করতে ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের নিকট ব্যাপক তদবীর শুরু করে ব্যর্থ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত