1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খাস জমি দখলের পাঁয়তারা—ভূমিহীন পরিবার নিরাপত্তাহীনতায়, প্রশাসনের নিষ্ক্রিয়তায় হতাশা পঞ্চগড় জেলায় এলপিজি পাম্প ব্যবসায় একচ্ছত্র আধিপত্য কায়েমে নব কৌশল রুহিয়ায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক হাত ও পায়ে শিকল বেরি লাগানো অবস্থায় মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে সাঁকোয়ায় ইপিজেড এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মানবতার ফেরিওয়ালা হিসাবে পলাশবাড়ীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক রুবেল ও স্বেচ্ছাসেবক ইউসুফ ছোট গল্প________ “সংসার ধর্ম সকলের জন্য নয়” (✒️এস এম মনিরুজ্জামান আকাশ) (দ্বিতীয় পর্ব) হরিপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার গলায়  ফাস দিয়ে আত্মাহত্যা ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে নতুন কমিটি সভাপতি স্বপন কুমার সম্পাদক যামিনী রায় গাইবান্ধায় প্রয়াত বিএনপি,র নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা

পঞ্চগড়ে শব্দ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি
শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন বলেন, ‘শব্দ দূষণ প্রতিরোধে প্রচলিত আইন-কানুন না মানা এবং অভ্যাসগত কারণে আমরা প্রতিনিয়ত শব্দ দূষণ করছি। আর এর মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে। শব্দ দূষণ প্রতিরোধে ও পরিবেশ রক্ষায় তরুণ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। তারা নিজেরা যেমন সচেতন হবে, তেমনি সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে আইন-কানুন মেনে চলতে সচেতন করবে।আমরা প্রত্যেকেই শব্দ দূষণে সম্পৃক্ত। তাই এটি নিরব ঘাতক। এ দূষণের সবচেয়ে বেশি ক্ষতির শিকার শিক্ষার্থীরা, যদিও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত। তাই সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। সকলকে নিজ-নিজ অবস্থান থেকে শব্দদূষণ রোধে ভূমিকা রাখতে হবে।’
কর্মশালায় মূল প্রবন্ধে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী শব্দ দূষণের কারণে শ্রবণ সমস্যা, বিশেষত বয়স্কদের স্মৃতি শক্তি হ্রাস, মেজাজ খিটখিটে, মাতৃগর্ভে সন্তানের অস্বাভাবিকতাসহ নানাবিধ জটিল সমস্যা তৈরি হয়। অথচ আমরা আমাদের আচরণ পরিবর্তনের মাধ্যমে শব্দ দূষণ কমাতে পারি। তিনি শব্দ দূষণের কুফল, দূষণ থেকে মুক্ত থাকার উপায় ও করণীয় বিষয় তুলে ধরেন।
আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের সহকারী সার্জন ডা. তৌহিদুল ইসলাম ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক বক্তব্য দেন। বক্তারা কি কি ভাবে শব্দ দূষণ হয় ও তার থেকে কিভাবে শব্দ দূষণ কমানো সম্ভব সে বিষয়ে কর্মশালায় আলোচনা করে বলেন, চলার পথে মানুষকে অযথা শব্দদূষণ হতে বিরত থাকতে সচেতন করতে হবে। এভাবেই সচেতন জাতি তৈরি হবে। একইসাথে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত আইনে শব্দদূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শব্দদূষণ একটি নিরব ঘাতক অথচ এ বিষয়ে কার্যকর ভূমিকা নেয়া অনেক ক্ষেত্রে আমাদের সম্ভব হয় না। অহেতুক শব্দ মানসিক ও শারীরিক ক্ষতির বড় কারণ। যার যার অবস্থান হতে এ দূষণ রোধে ভূমিকা বাঞ্ছনীয়।
কর্মশালায় শব্দ দুষণ নিয়ন্ত্রণ বিষয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অতিথিরা। দিনব্যাপী প্রশিক্ষণে শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত