ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার পলাশবাড়ীর বৃহস্পতিবার রাত দশটার সময় ঢোলভাঙ্গায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, এর্দুঘটনায় গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুইজনসহ ৪ চার যুবক একটি মোটরসাইকেলে ছিলেন। এরমধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হয় অপর ২ যুবক গুরুতর আহত হয়।
নিহতরা হলেন উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবন(২০) ও বিষ্ণুপুর গ্রামের কৌশিক(২১), আহতরা হলেন রিফাত (২২) পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার পুত্র ও তৌহিদ (২৩) বিষ্ণুপুর গ্রামের এনামুলের পুত্র।
স্থানীয়রা জানান,৪ যুবক ঢোলভাঙ্গা বাজার থেকে একই মোটরসাইকেলে করে বাড়ী ফিরছিলেন বাজারের পাশেই ঝালিঙ্গী ব্রীজের উপর পিছন থেকে আসা একটি ট্রাকের চাকায় চাপা পড়ে।এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।