1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

প্রকাশ পেল বর্ণালী সরকার এর ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক:এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। গানটি লিখেছেন সজীব অধিকারী। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এ এইচ তূর্য্য।

গানটি পরিচালনা করেছেন এস এইচ শাকিব ও সোহেল তালুকদার । ‘বন্ধু কালা চান’ গানটি মৌ টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, ‘গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

গীতিকার সজীব অধিকারী বলেন, ‘এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন।’

সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, ‘গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও লাগবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং