1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

বালিয়াডাঙ্গীর ফিরোজ হাসান: প্রযুক্তি ও স্বপ্নে এগিয়ে চলা এক তরুণ অনুপ্রেরণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রযাত্রায় তরুণদের সামনে খুলে গেছে এগিয়ে যাওয়ার এক বিশাল দরজা। সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের গড়ে তুলছে অনেক মেধাবী তরুণ। তেমনই একজন প্রতিভাবান তরুণ হচ্ছেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের সন্তান ফিরোজ হাসান। গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা এই তরুণ, নিজের অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং প্রতিভার জোরে দেশের বিভিন্ন প্রান্তে পরিচিত একজন দক্ষ ডিজিটাল সেবা প্রদানকারী হিসেবে।

ফিরোজ হাসান পিতা মো. আব্দুল জব্বার ও মাতা মোছা. সেলিনা বেগম-এর সুযোগ্য সন্তান। বর্তমানে তিনি দিনাজপুর জেলার “ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি”-তে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত। পড়ালেখার পাশাপাশি তিনি দক্ষভাবে কাজ করছেন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং-এর মতো চাহিদাসম্পন্ন সেক্টরগুলোতে।

তার কাজের পরিধি অনেক বিস্তৃত। লোগো ডিজাইন, বিজনেস কার্ড, পোস্টার, ব্যানার, ফেসবুক পেজ সেটআপ ও প্রমোশন, ইউটিউব মার্কেটিং, ইমেইল মার্কেটিং থেকে শুরু করে পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট—সব ক্ষেত্রেই ফিরোজ হাসান দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।

ফিরোজ হাসান বলেন, “আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু শেখার এবং সেটা কাজে লাগিয়ে মানুষকে সাহায্য করার। ডিজিটাল সেবাকে শহরের গণ্ডি পেরিয়ে গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।”

এই তরুণের প্রচেষ্টা ইতিমধ্যে অনেক তরুণ-তরুণীর মনে নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে। ফিরোজ শুধু পেশাগত কাজেই সীমাবদ্ধ নন, তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে রক্তদান, বৃক্ষরোপণ, অসহায়দের সাহায্য ও সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন।

স্থানীয়রা বলছেন, ফিরোজ হাসানের মতো তরুণরা সমাজের জন্য আশীর্বাদস্বরূপ। এমন তরুণদের পৃষ্ঠপোষকতা করা গেলে সমাজ ও দেশ উভয়ই উপকৃত হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ফিরোজ হাসান তার অর্জিত জ্ঞান অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে চান। তিনি খুব শিগগিরই শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছেন, যেখানে এলাকার তরুণরা বিনামূল্যে প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা শিখতে পারবে।

ফিরোজ হাসানের এই অগ্রযাত্রা কেবল তার একার নয়—তার পথ অনুসরণ করে উৎসাহ পাবে হাজারো তরুণ, যারা এখনো দিক নির্ধারণে দ্বিধায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং