1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
আটোয়ারী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি জাহেদ, সম্পাদক দুলাল জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত অপারেশন ডেবিট হান্ট নলছিটিতে গ্রেফতার -২ নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রায়পুরা মরজালে মাদক ব্যবসায়ী বাধা দেওয়ায় উপজেলা তাতীদলের সদস্য সচিব সহ আহত ২ চাটমোহর থানায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৪জনকে জেল হাজতে প্রেরণ প্রচন্ড গরমে অতিষ্ঠ ঠাকুরগাঁওয়ের জনজীবন ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে বায়োলিডের মাঠ দিবস অনুষ্ঠিত মাটি কাটার গর্তে গোসল করতে নেমে প্রাণ হারাল শাওন নামের এক কিশোর

ঠাকুরগাঁওয়ে দুর্নীতির কবলে হারিয়ে যাওয়া ‘ছাগল হাট’ পুনর্বহালের জন্য পৌর প্রশাসকের নিকট আবেদন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ আমলে বিভিন্ন সেক্টরে যে সকল অনিয়ম দুর্নীতি হয়েছে তা ঠিক সেভাবেই এখনও বহাল আছে। সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তা প্রশাসন বরাবর তুলে ধরা হলেও তা অগ্রগতি হয়নি; উপরন্তু প্রশাসনের নিরবতায় ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রচ্ছন্ন সহযোগীতায় অনিয়মের ডালপালা বিস্তার ঘটছে।

ঠিক এমন একটি ঘটনাই ঘটেছে ঠাকুরগাঁও রোডের ঠাকুরগাঁও পৌরসভার একসময়ের জনপ্রিয় “ছাগল হাট” নিয়ে। একটা সময় ঠাকুরগাঁও রোড এলাকায় বিশাল পরিসরে সপ্তাহে দুদিন করে “ছাগলের হাট” বসতো। বাজার সিন্ডিকেটের অপতৎপরতায় তা একসময় বন্ধ হয়ে যায়। গত ১৪৩০ বাংলা সনে উক্ত হাটের ইজার পান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুল করিম। তিনি সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতে প্রচুর অর্থ ব্যয় করে প্রচার প্রচারণা চালিয়ে তৎকালীন জেলা প্রশাসকের সহযোগীতায় ছাগলের হাটটি পুনরায় চালু করেন। এই ছাগলের হাট চালু হওয়ার পরে স্থানীয় গৃহস্থ এবং ক্রেতা সাধারণের ব্যাপক উপকার হয়, কিন্তু বিগত সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় সেই বাজার সিন্ডিকেটটি পুনরায় অপতৎপরতা শুরু করে এবং বিভিন্ন কৌশলে ঠাকুরগাঁও রোড বাজার ১৪৩১ বাংলা সনের ইজারা নিয়ে নেয়।
কথিত আছে ইজারা নেয়ার পরই বাজার সিন্ডিকেটটি তৎকালীন“পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যাকে” টাকার বিনিময়ে ম্যানেজ করে ঠাকুরগাঁও রোড বাজার থেকে ছাগল হাট উঠিয়ে নিয়ে যায় এবং পৌর মেয়রের প্রত্যক্ষ সহযোগীতায় হাট বাজার এর জমি দখলদারদের একজন প্রভাবশালীকে “ছাগল হাট” এর নির্ধারিত স্থানে একটি মার্কেট গড়ে তোলেন। এতবড় একটি ছাগল হাট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন স্থানীয় গৃহস্থ্য, ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারা। আগে যেখানে ঘরের পাশেই তাদের পোষা ছাগল বেচাকেনা পারতেন সেখানে এখন তাদের ভাড়া দিয়ে যেতে হয় বহুদূর এরপরও রয়েছে টোলের যাতনা। রোড বাজারের ছাগল হাটে যেখানে টোল নেয়া হতো ৮০ টাকা সেখানে এই “ছাগল হাট বন্ধ” করে বিভিন্ন বাজারে 200-220 টাকা পর্যন্ত টোল আদায় করছে সেই চিহ্নিত সিন্ডিকেটটি। ছাগল হাট বন্ধ হওয়ার পর অনেক গৃহস্থ্য/পাইকার তাদের ছাগল নিয়ে রোড এলাকার যত্রতত্র বসে পড়ছেন। এমতাবস্থায় ঠাকুরগাঁও রোড বাজারে ছাগলের হাট পুনঃস্থাপন করা জরুরী হয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করে এবং বিষয়টি লিখিতভাবে ১৭ এপ্রিল ২০২৫ ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসককে জানানোর পরেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি। এ ব্যাপারে ঠাকুরগাঁও পৌর সভার প্রশাসক সাহেবকে জিজ্ঞেস করলে তিনি জানান ছাগল হাটটি প্রয়োজন, যার ব্যবস্থা হচ্ছে। তবে আর কতদিন এই দেখার কাজ চলবে তা তিনি জানাননি বা সাধারণ মানুষও জানেন না। সাধারণ মানুষ মনে করে পতিত ফ্যাসিস্ট সরকারের ভূত এখনও প্রশাসনের ঘাড়ে চেপে বসে আছে, এর ফলেই সংস্কারের কোন কাজেই গতি আসছেনা। ঠাকুরগাঁও রোড এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা অবিলম্বে ঠাকুরগাঁও রোড বাজারে “ছাগল হাট” পুনর্বহালের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং