1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পলাশবাড়ীতে সাঁকোয়ায় ইপিজেড এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মানবতার ফেরিওয়ালা হিসাবে পলাশবাড়ীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক রুবেল ও স্বেচ্ছাসেবক ইউসুফ ছোট গল্প________ “সংসার ধর্ম সকলের জন্য নয়” (✒️এস এম মনিরুজ্জামান আকাশ) (দ্বিতীয় পর্ব) হরিপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার গলায়  ফাস দিয়ে আত্মাহত্যা ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে নতুন কমিটি সভাপতি স্বপন কুমার সম্পাদক যামিনী রায় গাইবান্ধায় প্রয়াত বিএনপি,র নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা নরসিংদীতে বিএনপি নেতা সুমনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গায়  রাস্তা নির্মাণের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের তদন্ত অনুষ্ঠিত ছোট গল্প________ “সংসার ধর্ম সকলের জন্য নয়”// এস এম মনিরুজ্জামান আকাশ

রংপুরে শ্যামাসুন্দরী বিষয়ক মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ, রংপুর।।”অস্তিত্ব সংকটে শ্যামাসুন্দরী খাল: আদালতের আদেশ বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিত” শীর্ষক এক মতবিনিময় সভা বুধবার রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ সভার আয়োজন করে। সভায় বেলার রাজশাহী-রংপুর অঞ্চলের সমন্বয়কারী তন্ময় স্যানাল শ্যামাসুন্দরী খালের অতীত বর্তমান সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। তিনি বলেন, দখল দুষণে শ্যামাসুন্দরী খাল এখন সরু ড্রেনে পরিণত হয়েছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই শ্যামাসুন্দরী খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
এই খাল রক্ষার দাবিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করে। এই রিটের প্রাথমিক শুনানি শেষে গত ফেব্রুয়ারি মাসে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ ১৩ জন বিবাদীর বিরুদ্ধে রুলনিশি জারি করেন এবং রংপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও সদর উপজেলা নিবার্হী অফিসারকে খাল রক্ষায় তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
নির্দেশ দেন। এই নির্দেশনা জারির তিন মাস হতে চলছে কিন্তু নির্দেশনা বাস্তবায়নের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।
বেলা’র আইন কর্মকর্তা অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব আদালতের রুল ও নির্দেশনা বিস্তারিত তুলে ধরেন। তিনি ভবিষ্যতে এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করেন।

সভায় এডাবের রংপুর অঞ্চলের সদস্য সচিব আহসান হাবীব রবু, সাংবাদিক ও পরিবেশকর্মী জিন্নাহ চৌধুরী, এনজিও প্রতিনিধি ও পরিবেশ কর্মী উজ্জ্বল চক্রবর্তী, সারোয়ার জামিল, কবি ও লেখক সুফি জাহিদ হোসেন, লেখক ফরহাদুজ্জামাল, এসএম পিয়াল, নারী নেত্রী লিপিকা ইয়াছমিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হানুল কবীরসহ অনেকেই মতামত প্রদান করেন ও করণীয় নির্ধারণের প্রস্তাব করেন।

সভাপতির বক্তব্যে রিভারাইন পিপলের নিবার্হী পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ শ্যামাসুন্দরী খালের ইতিহাস তুলে ধরে বলেন, শ্যামাসুন্দরী খাল রক্ষায় আদালতের আদেশ বাস্তবায়ন করতে হবে এবং সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে হবে।
সভায় সুবিধাভোগী, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত