শ্যামলী আকতার।। নিয়তির নির্মম পরিহাসের এক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে কলেজপাড়ার নিবাসী দুলালের মেয়ে মোছাঃ টুম্পা ভুঁগছেন অসহ্য যন্ত্রনার নিষ্ঠুরতম বাস্তবতায়। যা আসলেই দুঃখজনক।ঠাকুরগাঁও সদর উপজেলাধীন এই কলেজ পড়ুয়া ছাএী পার করছেন জীবনের চড়ম দুঃসময়!!গত বছর ১২ ই জুলাই ২০২৪ তারিখে ফারাবাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে মাথায় ১১ টি সেলাই প্রদান করা হয়।রংপুরে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক জানায় মাথায় ইনফেকশন হওয়ার কারনে পুনরায় ১২ টি সেলাই প্রদান করা হয়।এবং কি মাথার বাম পাশের একটি হাড় সম্পুর্ন নষ্ট হয়ে যাওয়াই,,টুম্পাকে বাঁচাতে উক্ত স্থানে আর্টিফিশিয়াল হাড় স্থাপন করা জরুরী যার খরচ আনুমানিক ৩ লক্ষ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা যা অসহায় টুম্পার পরিবারের বহন করা সম্ভব নয়।কিশোরী টুম্পার এই দুঃসময়ে পাশে থেকে আর্থিক সাহায্য প্রদান করে মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করার আহবান করা হলো।নিচে টুম্পার পরিবারের সাথে যোগাযোগ নম্বর ও আর্থিক অনুদান পাঠানোর নম্বর দেওয়া হলো।
অগ্রণী ব্যাংক ঠাকুরগাঁও জেলা শাখা একাউন্ট নাম্বার 0200019462342 বিকাশ নাম্বার 01930900976 নগদ নাম্বার 01306003497