1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন মাধবদী ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, সহকারী কর্মকর্তা মোর্শেদের বিরুদ্ধে ক্ষোভ খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার ভুল বোঝাবুঝির জালে একজন সমাজকর্মী—আকচায় শান্তির আহ্বান জানিয়ে এখন নিজেই প্রশ্নবিদ্ধ! ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় দুই বিএনপি নেতা বহিস্কার কোটি টাকার সড়ক প্রকল্পে দুর্নীতি: অভিযুক্ত এলজিইডির নির্বাহী প্রকৌশলী সহ ৩ কর্মকর্তা পঞ্চগড়ে চা কারখানা দখলের অভিযোগ বৈষম্যহীন সমাজ গঠনে আমি রাজনীতিতে এসেছি, বাগমারায় গনসংযোগকালে ডাঃ আব্দুল বারী সাবেক চেয়ারম্যান মোস্তফা আলমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা এবং মারপিট

পঞ্চগড়ে ১৪ বোতল ফেনসিডিল মামলায় ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।পঞ্চগড়ে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় শুকুর আলী নামের এক মাদককারবারিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ মো. ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শুকুর আলী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। সহকারী উপ-পরিদর্শক মো. মত্তালেব আলী ও মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে শুকুর আলীর নিজ বসতবাড়ির একটি কক্ষে খাটের নিচ থেকে লাল রঙের একটি প্লাস্টিক ব্যাগে রাখা ১৪ বোতল কোডিন ফসফেট মিশ্রিত ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানের সময় আসামি পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। ওইদিনই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. আশরাফুল হক বাদী হয়ে আটোয়ারী থানায় মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ এবং একই বছরের ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আদম সুফি জানান, মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত