নরসিংদী প্রতিনিধি: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং সরকারি আইন লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারণা চালানোর অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নরসিংদী অঞ্চলের ব্যবস্থাপক মাকসুদুর রহমানের বিচারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম, এডিশনাল পিপি, নরসিংদী জেলা।
প্রতিবাদ সভাটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান পিটু, দপ্তর সম্পাদক ইউসুফ ভুইয়া, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন সরকার এবং নির্বাহী সদস্য কামাল সরকার, তালাত মাহমুদ, কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ শুধু অনৈতিকই নয়, বরং তা আইন ও আচরণবিধির চরম লঙ্ঘন। দ্রুত তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
আয়োজকরা জানান, এই ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।