শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় ।। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি এবং সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীতে শুক্রবার শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। দুটি গ্রুপে প্রায় দুইশ শিশু শিক্ষার্থী অংশ নেয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান সরকার বাবলু প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবলা। এসব কমিটির সদস্য অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয়ীদের আগামীকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে পুরস্কার তুলে দেয়া হবে। #