1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
পলাশবাড়ীর সাকোয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নারী কেলেংকারীর অভিযোগের তদন্ত অনুষ্ঠিত পঞ্চগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ‘চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে’ পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার নিজ হাতে বিষমুক্ত সবজির চাষ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক যখন কৃষক খানসামায় পারফরম্যান্স বেজড গ্রান্টস সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগঞ্জে ১০ কিঃ মিঃ সড়কের দুধারে কৃষ্ণচুড়ার চারা রোপন কর্মসূচী উদ্বোধন পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান বৃক্ষরোপন কর্মসূচিতে সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুলের দুর্নীতির অভিযোগ করলেন সাংবাদিকরা,, পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলএন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ

গুমের সাথে জড়িতদের বিচার ও ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অধিকার এর মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ গুমের সাথে জড়িততদের অবিলম্বে বিচার ও গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে সংগঠনটির জেলা সমন্বয়ক নূর আফতাব রুপমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী মাসুদ সুবর্ণ, ফজলে এলাহী বুলবুল সহ সুশীল সমাজের ব্যক্তিরা।

বক্তারা বলেন, ১৭ বছরে স্বৈরাচারী সরকারের আমলে গুমের মাধ্যমে অনেক পরিবারের সুখ কেড়ে নেওয়া হয়েছে। কেউ ভাই হারা হয়েছেন, কেউ বাবা। এরকম অসংখ্য মানুষকে আয়নাঘর সহ নানাভাবে বিভিন্ন মাধ্যমে গুম করা হয়েছে। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করাসহ গুমের সাথে জড়িতদের দ্রুত বিচারের জোড় দাবি সহ ৫ দফা দাবি জানান বক্তারা।

যেগুলির মধ্যে, গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো, যে সমস্ত গুমের শিকার ব্যক্তি  এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা, বাংলাদেশ থেকে ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করে তা জানা সহ আরো ২ দফা দাবি।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এবং গুমের সাথে জড়িত ব্যাক্তিদের বিচারের দাবীতে বিশ্বের বিভিন্ন দেশে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ পালন করা হয়।  ১৯৮১ সালে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গড়ে ওঠা দক্ষিন আমেরিকার একটি সংগঠন ‘ফডেফ্যোম’ প্রথম এই গুমের বিরুদ্ধে সপ্তাহটি পালন করা শুরু করে। এরপর থেকেই গুমের শিকার ব্যক্তিদের স্মরণে পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনগুলো সপ্তাহটি পালন করে আসছে। সপ্তাহটি পালন করার আরেকটি উদ্দেশ্য ছিল গুমের বিরুদ্ধে প্রচারকে শক্তিশালী করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত