1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার নিজ হাতে বিষমুক্ত সবজির চাষ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক যখন কৃষক খানসামায় পারফরম্যান্স বেজড গ্রান্টস সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগঞ্জে ১০ কিঃ মিঃ সড়কের দুধারে কৃষ্ণচুড়ার চারা রোপন কর্মসূচী উদ্বোধন পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান বৃক্ষরোপন কর্মসূচিতে সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুলের দুর্নীতির অভিযোগ করলেন সাংবাদিকরা,, পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলএন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ আউলিয়াপুরে বিএনপি নেতা শহিদুলের বিরুদ্ধে জমির হিসাব নিয়ে বিধবা ভাবি, ভাতিজা ও জামাইদের মারধরের অভিযোগ ঠাকুরগাঁওয়ের দুঃখী জান্নাত পেলো সুখের দোকান পলাশবাড়ী পৌর এলাকায় জমি জমানিয়ে বিরোধের জেরে হয়রানী মুলক মামলা দেওয়ার অভিযোগ

পলাশ উপজেলা প্রেসক্লাবে বিএনপি নেতাদের বর্ণাঢ্য সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

হাজী জাহিদ।।নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১ জুন) সন্ধ্যায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এবং ঘোড়াশাল পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ আলম মোল্লাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংগঠনের দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত নেতা আব্দুস সাত্তার তাঁর বক্তব্যে বলেন, “আমি একজন সাধারণ মানুষ। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, করবও না। সত্যকে সাহসের সঙ্গে উচ্চারণ করতে হবে—এটাই রাজনীতির নীতি হওয়া উচিত। সাংবাদিকরা যেন স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতেই পাশে থাকব।”

তিনি আরও বলেন, “কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের বিষয়ে সাংবাদিকদের কাছে যদি তথ্য থাকে, তা জানালে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব। আমাদের রাজনীতি জনকল্যাণে নিবেদিত।”

ঘোড়াশাল পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ আলম মোল্লা বলেন, “এই গুরুদায়িত্ব অর্পণ করায় আমি বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, প্রখ্যাত শিক্ষাবিদ ড. আব্দুল মঈন খান স্যার এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই আমি ড. মঈন খানের আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে রাজনীতির পথে এসেছি। তিনি শুধু একজন রাজনীতিক নন, একজন অভিভাবকও বটে। আমি তাঁর নেতৃত্বে আমৃত্যু কাজ করে যেতে চাই।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ড. মঈন খান স্যার ঘোড়াশালবাসীর ভালোবাসায় বিপুল ভোটে জয়লাভ করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান আবারো জাতিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন।”

তিনি আরও বলেন, “ঘোড়াশাল পৌর বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরের লক্ষ্যে আমি অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাব।”

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মোঃ আলম মোল্লার নেতৃত্বকে সময়োপযোগী ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করে বলেন, “তাঁর মতো যোগ্য, উদ্যমী ও সৎ নেতার নেতৃত্বে ঘোড়াশাল পৌর বিএনপি নতুন গতিপ্রাপ্ত হবে। আমরা তাঁর সফলতা কামনা করি।”

অনুষ্ঠানের শেষ পর্বে পলাশ উপজেলা প্রেসক্লাবের মহতী এ আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব নির্বাচনে সময়োপযোগী ভূমিকার জন্য বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের প্রতি উপস্থিত সকলে আন্তরিক শ্রদ্ধা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত