বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় ঠিক তেমনি ভাবে শিবু সারকে দীর্ঘ দিন ধরে প্রায় ৩০ বছর যাবত, কে কে বাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আচ্ছিলেন তিনি সহকারী শিক্ষক শারিরীক পাঠ্যদানে কর্মরত ছিলেন।
আজ সোমবার (৩০জুন )দুপুর ১ টায় কিশমত কেশুর বাড়ী লক্ষীর হাট উচ্চ বিদ্যালয়ে সারের বিদায়ী অনুষ্ঠান পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ পাঠ এবং গিতা পাঠের মাধ্যমে শুরু করা হয়।
এবং অনুষ্ঠানের শ্রেণী কক্ষে শিবুসারকে ফুলেল শুভেচছা দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক, দিলিপ কুমার রায়,তিনি বলেন ক্রিয়ার মাধ্যমে পরিচিতির বহিঃপ্রকাশ করানো হয় আর শিবু সার ছিলেন সেই ক্রিয়া শিক্ষক যা ৩০ বছর ধরে আমাদের ক্রিয়া প্রশিক্ষন দিয়ে আচ্ছিলেন। বাচ্চারা শিবু সারের কাছে অনেক জ্ঞান অর্জন করছেন।
সভাপতিত্ব করেন, জনাব আনোয়ার হোসেন (বাবুল) বাংলাদেশ জাতীয়তা বাদী বিএনপি তাতীদলের সভাপতি ৪নং বড়গাঁও ইউনিয়ন।