ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে জাতীয় পরিবেশ পদক পাওয়া মাহমুদুল ইসলাম মামুন কে ফুলেল শুভেচছা জানালেন জেলা প্রশাসক সাবেত আলী।রাস্তায় পলিথিন টোকান সেই ছেলেটা এখন সবার অনুপ্রেরণার পথিক।একসময় পাগল বলে তাচ্ছিল্যের শিকার হলেও জাতীয় পরিবেশ পদক ২০২৪ পাওয়ার পর সেই মামুন কে নিয়েই গর্ভে ভাসছে পঞ্চগড়ের মানুষ।তেতুঁলিয়া উপজেলার আজিজ নগর গ্রামের বাসিন্দা তিনি। প্রকৃতির প্রেম ও সমাজের জন্য ভালো কিছু করার তাড়না মনের ভেতর লালন করতেন সেই ছোট্ট বেলা থেকেই। আর তাইতো পড়ালেখা শেষ করে সবাই যখন ব্যস্ত হয়ে পড়ে অর্থ বৃত্তের পেছনে ঠিক তখন রাস্তায় রাস্তায় পলিথিন কুড়িয়ে তাতে গাছ লাগানো এবং সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে সেই গাছ বিনামূল্যে সবাইকে বিতরণ করে বেড়ান যুবক মামুন।সে জন্য অবশ্য শুনতে হয় কটু কথা তবে দমে যাবার পাত্র নয় মামুন। শুধু পলিথিন কুড়ানো বা গাছ লাগানো নয়। পাড়ায় পাড়ায় খোলা আকাশে পাঠশালা স্থাপন সেখানে বই ও গাছ বিতরণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় সবার মাঝে সচেতনতা সৃষ্টিসহ নিজ অবস্থানে থেকে সমাজের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণাও যোগান মামুন।আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক সাবেত আলী ফুলেল শুভেচছা জানান মাহমুদুল ইসলাম মামুন কে। এসময় মামুনের সাথে ছিলেন তার মা মাহমুদা বেগম।পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী মামুন কে সবধরনের সহায়তার আশ্বাসও দেন।জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন জেলা প্রশাসক সাবেত আলী কে বিভিন্ন প্রজাতির গাছ উপহার তুলে দেন।