1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটি ঘোষণা অপহরণের পর হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে সুবর্ণা হত্যাকারীদের বিচারের দাবী দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নারীর জন্য বাংলাদেশ এখনো নিরাপদ নয়: বাড়ছে ধর্ষণ, বাড়ছে নীরবতা – মাহি ঠাকুরগাঁও বেতারের উপস্থাপিকা সড়ক দুর্ঘটনায় হারালেন দুটি পা মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না — গণ অধিকার পরিষদের নেতা ফারুক শুক্রবার উত্তরাঞ্চলে হরিপুর-চিলমারী তিস্তা সেতু পরিদর্শন নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পঞ্চগড়ে ঘরের ভেতরেই অনলাইন জুয়ার কারবার।।  সেনা অভিযানে আটক হোতা সন্ত্রাসী বাহিনী দিয়ে আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুর বিরুদ্ধে নববিবাহিত পুত্রবধূকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁও বেতারের উপস্থাপিকা সড়ক দুর্ঘটনায় হারালেন দুটি পা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁওয়ের সংবাদ উপস্থাপিকা মনি চৌধুরী (৩৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে তিনি দুটি পা হারিয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর চৌধুরী হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মনি চৌধুরী সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত মহি উদ্দিন চৌধুরীর মেয়ে।জানা যায়, প্রতিদিন তিনি বাসা থেকে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে রিক্সাযোগে যাতায়াত করতেন।কিন্তু আজ (৩) জুলাই সকালবেলা তারই ছোট ভাইয়ের বাইকে মনি চৌধুরী বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সালন্দর চৌধুরীহাট বাজার এলাকায় মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ১০ চাকার ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়।গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার আরেকটি পা কেটে ফেলতে হয়। বর্তমানে মনি চৌধুরী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মনি চৌধুরীর পরিবার ও স্থানীয়দের মধ্যে এক নিরব বেদনা বয়ে যাচ্ছে। স্থানীয় এক সাবেক মেম্বার বলেন মেয়েটা সম্পর্কে আমার ভাতিজি হয়,সে তার মায়ের সেবা করবে বলে নিজে কখন সংসার করার আগ্রহ প্রকাশ করেনি, কিন্তু আজ সে এভাবে সড়ক দুর্ঘটনায় তার দুটি পা হারিয়ে ফেলতে হবে আমরা ভাবতে পারি নাই।
ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ শত শত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং