1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুর বায়না নরসিংদীতে শিক্ষা উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ নরসিংদী থেকে বাবুল মিয়া ১ম হোপ-২য় সরকারি কলেজ-৩য় বরিশাল পলাশবাড়ীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দু’দিন ব্যাপি সেমিনার প্রদর্শনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ে ৯ মাসে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, প্রায় ৩ হাজার আসামি মুক্ত: পিপির সংবাদ সম্মেলন পঞ্চগড়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুস্ঠিত পঞ্চগড়ে কর্নেল তাহের দিবস পালিত পঞ্চগড়ে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন জাত //  মো: আবু তাহের পঞ্চগড় ডেইরি হাবে সেনাবাহিনীর অভিযান।। সঠিক কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানের মালিককে জরিমানা পলাশবাড়ীতে গৃহবধূ সম্পা হত্যার প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে ‘ফ্লুয়েন্ট ফোকাশ’-এর যাত্রা শুরু: অনলাইনে সহজে ইংরেজি শেখার সুযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ইংরেজি ভাষা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করতে ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করেছে অনলাইন প্লাটফর্ম ‘ফ্লুয়েন্ট ফোকাশ’। উত্তরাঞ্চলসহ সারাদেশের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও ভাষা আগ্রহীদের জন্য এটি হতে যাচ্ছে একটি নির্ভরযোগ্য সহযাত্রী।

বৃহস্পতিবার (১০ জুলাই) পৌর শহরের লারোজা রেস্টুরেন্টের হলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্লাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভাষা প্রশিক্ষণ ও প্রযুক্তি খাতে কাজ করা তরুণ উদ্যোক্তারা।

অনুষ্ঠানে ফ্লুয়েন্ট ফোকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মলিন চন্দ্র রায় বলেন, “আমরা এমন একটি প্লাটফর্ম তৈরি করেছি যেখানে ঘরে বসেই সহজ পদ্ধতিতে ইংরেজি শেখা সম্ভব। মোবাইলের প্লে স্টোর থেকেই আপনারা এই অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। লাইভ ক্লাস, ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ভাষা শেখা হবে আনন্দদায়ক ও কার্যকর।

তিনি আরও জানান, ফ্লুয়েন্ট ফোকাশের মাধ্যমে উচ্চারণ শুদ্ধিকরণ, গ্রামার, কথোপকথন, ও একাডেমিক প্রস্তুতির পাশাপাশি চাকরির ইন্টারভিউর জন্য আলাদা কোর্স চালু থাকবে। প্রযুক্তিনির্ভর যুগে ইংরেজি শেখা এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। এই প্রয়োজনে ডিজিটাল সমাধান দিতে ফ্লুয়েন্ট ফোকাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

যদিও এখন পর্যন্ত আমরা গুগল প্লে স্টোরে এ এ্যাপসটি যোগ করতে পারিনি কিন্তু গুগলে এই লিংকে (https://fluent-focus-app-download.netlify.app/)
সার্চ দিলেই সকলেই পেয়ে যাবেন ফ্লুয়েন্ট ফোকাশ এ্যাপসটি। তবে খুব শীঘ্রই গুগল প্লে স্টোরে এই এ্যাপসটি পাওয়া যাবে বলে জানান সিও মলিন চন্দ্র।

এ সময় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরো‌ বক্তব্য রাখেন কোম্পানির সিটিও জ্যোতির্ময় রায়, কো ফাউন্ডার তুলসী বর্মন, ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রতন, শিক্ষক নুরুজ্জামানসহ উত্তরাঞ্চলের কন্টেন্ট ক্রিয়েটর সুজন পাহান আবিড়, হিমাদ্রি চন্দ্র রায়, রিদয় চন্দ্র রায়সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রহিত রায় ও মিজানুর রহমান রানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং