1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
জাত //  মো: আবু তাহের পঞ্চগড় ডেইরি হাবে সেনাবাহিনীর অভিযান।। সঠিক কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানের মালিককে জরিমানা পলাশবাড়ীতে গৃহবধূ সম্পা হত্যার প্রতিবাদ ‘অবিবাহিত’ আক্তারিনা ভাতার খাতায় ‘মা’! টাকা যায় ইউপি সদস্যার জামাইয়ের মোবাইল নম্বরে ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ইট-বালু ঘরে পড়ার প্রতিবাদ করায় মারধর, ঠিকাদার গ্রেপ্তার রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের আতঙ্ক “এরশাদ মেম্বার” — একাধিক অপরাধে অভিযুক্ত এই নামধারী বিএনপি নেতা ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমীনের উপর হামলার প্রধান দস্যুতার অপরাধে গ্রেফতার বিআরপি’র বহিস্কৃত নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিআরপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

দিনাজপুর বোর্ডে এগিয়ে মেয়েরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এ সব বিভাগে এগিয়ে মেয়েরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

এবার দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৬২ জন। এদের মধ্যে মেয়ে সাত হাজার ৫৪৬ জন ও ছেলে সাত হাজার ৫১৫ জন। ছেলেদের তুলনায় মেয়েরা ৩১ জন বেশি জিপিএ-৫ পেয়েছেন।

পরিসংখ্যানে জানানো হয়, এবার এই বোর্ডের অধীনে আটটি জেলার ২ হাজার ৭৮২টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছেন ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। মোট পাসের হার ৬৭.৩ শতাংশ।

এদের মধ্যে মেয়েদের পাসের হার ৬৯.৭৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৬৪.৩৮ শতাংশ। মেয়েরা ৫.৪ শতাংশ বেশি পাস করেছেন।

ফলাফলে আরও দেখা যায়, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও হিসাববিজ্ঞানেও মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছেন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৯৭ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৮২.৯ শতাংশ ও মেয়েরা ৮৬.১৬ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ৩.২৬ শতাংশ বেশি।

মানবিক বিভাগে পাসের হার ৪৬.৫৬ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৪০.১ শতাংশ ও মেয়েরা ৫২.৪০ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ১২.০৩ শতাংশ বেশি। হিসাববিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮.৪০ শতাংশ।

যার মধ্যে ছেলেরা ৬৫.১১ শতাংশ ও মেয়েরা ৭৭.০৫ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ১১.৯৪ শতাংশ বেশি।

ছেলেরা পাস করেছেন ৫৯ হাজার ৮৪০ জন ও মেয়েরা পাস করেছেন ৬২ হাজার ৩০৬ জন। মেয়েরা ২ হাজার ৮৪০ জন বেশি।

ছেলেদের গড় পাসের হার ৬৪.৩৮ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৯.৭৮ শতাংশ। মেয়েরা পাস করেছেন ৪.৬ শতাংশ বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং