ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল পঞ্চগড় জেলা শাখার ডাকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশ করেছেন। এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ হুশিয়ারি উচ্চারন করে বলেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমান কে নিয়ে আর কোন কুরুচিপূর্ন বক্তব্য ও স্লোগান দেয়া হয় তাহলে আমরা ঘরে বসে থাকবোনা,আপনাদের জবাব দেয়ার জন্য আমার,ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট।আর তাদের সাথে বিএনপি যোগ দিলে অবস্থা কি দাঁড়াবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মিটফোর্ড হত্যাকান্ডের ঘটনায় পুলিশ বলছে এটি ব্যবসায়ীক দ্বন্দ নিয়ে হয়েছে অথচ বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের নামে যে বক্তব্য স্লোগান দেওয়া হচ্ছে, কোন রকম নৈরাজ্য সৃস্টি করার অপচেস্টা করবেন না। তিনি বলেন বিগত আন্দোলন সংগ্রামে বিএনপির নেতৃত্বে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা রাজপথে প্রকাশ্যই ছিলেন।গুপ্ত সংগঠনের মত অন্য কোন ব্যানারে রাজনীতি করেননি।তাই কোন কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। তিনি আজ বিকেলে পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় জেলা জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,বিএনপি নেতা রইজ উদ্দিন, ইউনুস শেখ,জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ময়নুল ইসলাম ও সদস্য সচিব মো: দিপু সহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ’রা বক্তব্য রাখেন।