1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পলাশবাড়ীতে গৃহবধূ সম্পা হত্যার প্রতিবাদ ‘অবিবাহিত’ আক্তারিনা ভাতার খাতায় ‘মা’! টাকা যায় ইউপি সদস্যার জামাইয়ের মোবাইল নম্বরে ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ইট-বালু ঘরে পড়ার প্রতিবাদ করায় মারধর, ঠিকাদার গ্রেপ্তার রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের আতঙ্ক “এরশাদ মেম্বার” — একাধিক অপরাধে অভিযুক্ত এই নামধারী বিএনপি নেতা ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমীনের উপর হামলার প্রধান দস্যুতার অপরাধে গ্রেফতার বিআরপি’র বহিস্কৃত নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিআরপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন পীরগঞ্জ বাসী কল্যাণ সমিতি ঢাকা এর হুইল চেয়ার বিতরণ বিলুপ্তির পথে হারিকেন

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও সদর গোয়াল পাড়া ধীন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। বুধবার ভোর ৬ টায় গোয়াল পাড়া সবুজ স্কুল সংলগ্ন হামলার ঘটনা ঘটে। হামলা কারীরা হলেন। আসামী ১। মোঃ আফজাল হোসেন (৫৭), ২। মোঃ মানিক (৪০) উভয়ের পিতা-মৃত দবির উদ্দিন, ৩। মোঃ মিন্টু ওরফে বুলেট (৩৫), ৪। মোঃ রুবেল (৪০), উভয়ের পিতা-মোঃ আফজাল হোসেন, ৫। মোঃ দুলু (৪০), পিতা-মৃত দবির উদ্দিন, সকলের সাং-গোয়ালপাড়া, ৬। আলী (৪০), পিতা-অজ্ঞাত, ৭/৮ জন অজ্ঞাত। দা-বটি, ছুরি লোহার রড়,চাইনিস কুরাল লাঠি সটা দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। যার ধারার নং। ৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/৩৪

গুরুতর আহতো হয়েছে ৪ জন -১।মোঃ ফজির উদ্দিন,২। সাইম ৩।শাহরিয়ার ৪।সেজান। এর মধ্যে এক জন খুব খারাপ অবস্থা মাথায় সেলাই রয়েছে মাঝে মাঝে বমি করেন,-মোঃ ফজির উদ্দিন,সে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন এখনো সে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন মামলা নং(২৯) ।

এতে ক্ষয়ক্ষতি হয় সিসি ক্যামেরা,মহেন্দ্র ট্রাক্টর ঘরের জিনিস পত্র,নদগ টাকা গহনা সহ মোট দাম ১৯ লক্ষ ৬০ হাজার টাক। ক্ষয়ক্ষতি হয়েছে যার বর্তমান বাজার মুল্য ৩০ লাখ টাকা।

আমরা দোষীদের শাস্তি চাই। অভিযুক্ত আসামিরা সাংবাদিক কথা বলতে চাইলে তারা কোন কথা বলতে চায়নি। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে -মোঃ ফজির উদ্দিন,
এর সাথে তাদের বিরোধ চলছে। সেটা নিয়ে কয়েবার বসা হযেছে এলাকাব্সী সহ জমির মালিক আমি এবং দখলেও আছে আমার। কিন্তু তারা টাকার গরম এবং দলের পাওয়ার দেখায়। আমরা নিরুপায় হয়ে ছেলে নিয়ে কোন ঝামেলায় জরাতে চাইনা। তাই বাধ্য হয়ে মামলা সদর থানায় মামলা করেছি সুরাহা পাবো বলে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম, বলেন এসআই বাবুল ঘটনা স্পষ্টে গিয়েছিল তদন্ত করেছে। মামলা হয়েছে আসামিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং