1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না- রাশেদ প্রধান প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্তের দাবিতে আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন পঞ্চগড়ে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আফজাল হোসেন আর নেই : বিভিন্ন মহলের শোক শিশুর বায়না নরসিংদীতে শিক্ষা উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ নরসিংদী থেকে বাবুল মিয়া ১ম হোপ-২য় সরকারি কলেজ-৩য় বরিশাল পলাশবাড়ীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দু’দিন ব্যাপি সেমিনার প্রদর্শনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ে ৯ মাসে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, প্রায় ৩ হাজার আসামি মুক্ত: পিপির সংবাদ সম্মেলন পঞ্চগড়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুস্ঠিত

পঞ্চগড়ে ৯ মাসে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, প্রায় ৩ হাজার আসামি মুক্ত: পিপির সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।মাত্র ৯ মাসে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউশন (পিপি) টিম ২৮টি রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা নিষ্পত্তির মাধ্যমে প্রায় ৩ হাজারের অধিক আসামিকে মুক্ত করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি।

তিনি জানান, “গত বছরের ২৭ অক্টোবর আমি এবং আমার সহকর্মীরা দায়িত্ব গ্রহণের পর থেকে আদালত, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের সহায়তায় আমরা ব্যাপকভাবে মিথ্যা মামলাগুলোর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করি। এরপর সরকার এসব হয়রানিমূলক মামলার বিরুদ্ধে অবস্থান নেয় এবং সেগুলো দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়।”

অ্যাডভোকেট আদম সুফি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে পঞ্চগড়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক প্রতিহিংসা এবং হয়রানির অংশ হিসেবে পূর্ববর্তী সরকার কর্তৃক যেসব ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছিল, সেগুলোর অধিকাংশই যাচাই-বাছাই শেষে মিথ্যা প্রমাণিত হয়। এসব মামলায় নিরীহ জনগণ, রাজনৈতিক কর্মী ও শিক্ষার্থীসহ প্রায় তিন হাজারের অধিক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।” এদের অনেকেই জেলে যেতে হয়েছে। মাসের পর মাস আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে।

তিনি আরও বলেন, “অনেকেই জানেন না যে এসব মামলার নিষ্পত্তি ইতোমধ্যে হয়ে গেছে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তাটি জনসাধারণ ও ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিতে চাই যে তারা এখন মুক্ত, তাদের আর কোনো মামলায় হাজিরা দিতে হবে না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আইন মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সহায়তা এবং বিচার বিভাগের আন্তরিকতা ছাড়া এতো অল্প সময়ের মধ্যে এতগুলো মামলা নিষ্পত্তি সম্ভব হতো না। যেসব মামলা ভুয়া সাক্ষ্য বা ভিত্তিহীন এজাহারের ভিত্তিতে দায়ের হয়েছিল, সেগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেও জানান পিপি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ আদালতের বিভিন্ন আইনজীবী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং