শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড।।প্রসবজনিত ফিস্টুলা নির্মূল বিষয়ক এক মতবিনিময় সভা বুধবার পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা.মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক শৈলেস চন্দ্র বাস্কে, হাসপাতালের স্পেশালিষ্ট অবস্ট্রেশিয়ান অ্যান্ড গাইনোকলজিস্ট ফিস্টুলা সার্জন ডা. বেয়াট্রিক আম্বুয়ান বার্জার, স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. হাফিজা খাতুন, পঞ্চগড় জেলা প্রাইভেট ক্লিনিক ও অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলক ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, শুধু মাত্র অজ্ঞতার কারণেই গর্ভবতী নারীরা ফিস্টুলায় আক্রান্ত হয়ে থাকেন সভায় প্রসবজনিত ফিস্টুলা থেকে রক্ষার কৌশল ও উপায় নিয়ে আলোচনা করা হয়।
স্টপ সাফারি; ফিমেল জেনিটাল ফিস্টুলা প্রকল্পের সহযোগিতায় দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতাল কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সিভিল সার্জন অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।
পঞ্চগড় জেলার সরকারি-বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রাইভেট ক্লিনিকের মালিকবৃন্দ দিনব্যাপী এ মতবিনিময় সভায় অংশ নেয়।