শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধনে উপজেলার ২৪টি কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে স্থানীয় সকল কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সমবেত হন। পরে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আটোয়ারী-রুহিয়া সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেন। তোড়িয়া সীমান্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ মোঃ রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমী আক্তার চৌধুরী ও আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমূখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ নাজিরুল ইসলাম। বিক্ষোভ ও মানববন্ধন শেষে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।