1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আওয়ামী মিডিয়া ডনদের গ্রেফতার করতে হবে- রাশেদ প্রধান নৌকার সময় নৌকা ধানের সময় ধান পঞ্চগড়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন মাধবদী ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, সহকারী কর্মকর্তা মোর্শেদের বিরুদ্ধে ক্ষোভ খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার ভুল বোঝাবুঝির জালে একজন সমাজকর্মী—আকচায় শান্তির আহ্বান জানিয়ে এখন নিজেই প্রশ্নবিদ্ধ! ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় দুই বিএনপি নেতা বহিস্কার কোটি টাকার সড়ক প্রকল্পে দুর্নীতি: অভিযুক্ত এলজিইডির নির্বাহী প্রকৌশলী সহ ৩ কর্মকর্তা পঞ্চগড়ে চা কারখানা দখলের অভিযোগ বৈষম্যহীন সমাজ গঠনে আমি রাজনীতিতে এসেছি, বাগমারায় গনসংযোগকালে ডাঃ আব্দুল বারী

পলাশে বিএনপি নেতা মিল্টনের বিরুদ্ধে অনলাইন মিডিয়ায় অপপ্রচার প্রতিবাদে নিন্দার ঝড়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। নরসিংদী পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তারুণ্যের অহংকার, রাজপথের পরীক্ষিত রাজনীতিবিদ বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের বিরুদ্ধে অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম “ফেইস দ্যা পিপলস”-এ প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে তীব্র নিন্দার ঝড় উঠেছে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে।

বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে রাজপথে ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন পরীক্ষিত জিয়ার সৈনিক। সাবেক মন্ত্রী ও এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এশিয়ার খ্যাতনামা শিক্ষাবিদ ড. আব্দুল মঈন খানের বিশ্বস্ত কর্মী হিসেবেও তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

দলীয় নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ, এনসিপি ও বিএনপিতে অনুপ্রবেশকারী তথাকথিত হাইব্রিড কিছু নেতা পলাশে চাঁদাবাজি, মাস্তানি ও অপরাধমূলক কর্মকাণ্ডে বাঁধা পাওয়ায় এখন ষড়যন্ত্রমূলকভাবে বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের নামে অপপ্রচার চালাচ্ছে।
তারা বিভিন্ন অনলাইন মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, যার পেছনে একটি কুচক্রী মহলের মদদ রয়েছে।

এই অপপ্রচারের বিরুদ্ধে ইতোমধ্যে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।
তিনি জানান, সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট।

এছাড়াও প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ইউনিট সভাপতি সোহেল রানা, ছাত্রদল সভাপতি পাপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
তারা এক বিবৃতিতে বলেন, “ফেইস দ্যা পিপলস”-এ প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে প্ররোচিত।

নেতাকর্মীরা জানান, এই ধরনের অপপ্রচার রাজপথের সাহসী নেতাদের দমানো যাবে না, বরং তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে।
তারা অবিলম্বে উক্ত সংবাদটি প্রত্যাহার ও মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত