ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেসক্লাব ঃ(গভঃরেজিঃনং-৯৮৭৩৬/১২) পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয় এর শুভ উদ্বোধন ও দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই বুধবার সকাল থেকে বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে পলাশবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র চারমাথা রংপুর বাস স্ট্যান্ড সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক আমিরুল ইসলাম কবির এর সভাপতিত্বে একে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় সাধারন সম্পাদক সাংবাদিক এনামুল হক স্বাধীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজন আহম্মেদ, বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুল হালিম সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান পাতা, প্রেসক্লাব পলাশ বাড়ির সভাপতি মনজুর কাদির মুকুল ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান মিথুন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে অতিথিবৃন্দ বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখায় আংশিক কমিটি ঘোষণা করেন। এতে, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম কবির কে সভাপতি, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান মিথুন কে সাধারণ সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নুর মোহাম্মদ সরকারকে সাংগঠনিক সম্পাদক এবং ৭১ ভিষণ এর প্রতিনিধি রাজিবুল হাজার নূরকে ১ নং কার্যকরী সদস্য হিসেবে ঘোষণা করেন এবং পরবর্তীতে তাদের ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে জেলা কমিটির কাছে জমা দেয়ার আহবান জানান।