নিজস্ব প্রতিবেদক।।শিক্ষার মন্দিরে যদি শিক্ষকরাই এমন অপরাধে যুক্ত থাকেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে?
উত্তর বঠিনা কলোনীপাড়া রেজিস্টার্ড বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জব্বার সাহেবের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগের পাহাড়। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের দাবি—এই শিক্ষকের বেপরোয়া আচরণে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ধ্বংসের পথে।
বিদ্যালয়টি বর্তমানে একটি এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক না থাকায় মোঃ জব্বার সাহেব ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পান। কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয় নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা।
উঠে আসা মূল অভিযোগসমূহ,
শিক্ষকদের ছুটি অনুমোদন না করে ‘অনুপস্থিত’ দেখানো
সহকারী শিক্ষকদের ACR-এ স্বাক্ষর না করা
নিজেই নিয়মিত ক্লাসে অনুপস্থিত – পুরো বছর ২০ দিনও ক্লাস করাননি
উপবৃত্তির টাকা আত্মসাৎ: কমপক্ষে ১৪-১৫ জন ভুয়া শিক্ষার্থীর নামে মোবাইল নম্বর জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন – যেসব শিক্ষার্থী বাস্তবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীই নয়!
বিদ্যালয় কমিটির সভাপতিকে একাধিকবার জানানো হলেও তিনি শুধু মৌখিকভাবে সতর্ক করেছেন, যা মোঃ জব্বার সাহেবের জন্য কোনো বাধা হয়নি। বরং তিনি আরও বেপরোয়া হয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সূত্র জানায়, চলতি অর্থবছরে প্রাপ্ত সরকারি অর্থেরও কোনো স্বচ্ছ হিসাব নেই। পুরো বরাদ্দ কিভাবে খরচ হলো—তা জানতে পারছে না কমিটি বা সহকর্মী শিক্ষকরা।
তথ্য-উপাত্ত যাচাই করে দ্রুত তদন্তের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা হোক। উপজেলা শিক্ষা অফিসার, ইউএনও এবং জেলা প্রশাসকের সরাসরি নজরদারি এখন সময়ের দাবি।