হরিপুর প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের হরিপুরে মর্তুজা নামে ব্র্যাক ব্যাংকের সাবেক এক কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
অদ্য পহেলা আগস্ট শুক্রবার অনুমানিক সকাল 8 ঘটিকায় হরিপুর উপজেলার পশ্চিম তোররা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায় মর্তুজা নামক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন। তার কর্মজীবন পার করার পর তিনি সম্প্রতি পদত্যাগ করে নিজ বাড়িতে ফিরেছিলেন। তার পরিবারের দাবি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মর্তুজা শুক্রবার সকালে গ্রামের দোকানে নাস্তা করে বাড়িতে ফিরে যায়, তারপর নিজ বাড়ীর শোয়ান ঘরে রশি দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।তার পরিবারে রয়েছে দুইটি কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে হরিপুর থানা অফিসার ইনর্চাজ জাকিরিয়া মন্ডল জানান, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।মর্তুজার মৃ ত্যু নিয়ে তার পরিবারের কোন দাবি না থাকায় স্থানীয় ব্যক্তিবর্গ মিলে দাফনের সম্মতি দেওয়া হয়েছে বলে জানান।