1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই-আগস্ট: গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের মাস—এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তিরপথ খোলা-নেই //  রিতুনুর দুদকের ক্রোক আদেশের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক রমজান আলীর উপর হামলা ও হুমকি  ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারি গ্রেফতার আটোয়ারীতে আওয়ামী লীগের গোপন বৈঠক দুই যুবলীগ গ্রেফতার পীরগনজ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মাইজুল কোটি পতি পলাশবাড়ীতে টিআর কাবিখা কাবিটা প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন সাজাপ্রাপ্ত ওয়াহিদা বেগম আবার রাকাবের এমডি! অপসারণ ও শাস্তির দাবিতে অর্থ মন্ত্রণালয়ে অভিযোগ পঞ্চগড়ে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ

পঞ্চগড়ে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে লটারির মাধ্যমে। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন।

মোট ২৬টি পয়েন্টের বিপরীতে ডিলার পদে ১৭১ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ভুলত্রুটির কারণে ১৯টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ১৫২ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়। প্রতিটি পয়েন্টের জন্য একজন করে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হয়।

লটারির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন। তিনি বলেন, “লটারির মাধ্যমে ডিলার নির্বাচন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। এতে জনবিশ্বাস অর্জন হয় এবং অনিয়মের কোনো সুযোগ থাকে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশীদ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার নির্ধারিত বিধি-বিধান মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই লটারির আয়োজন করা হয়। অংশগ্রহণকারী প্রার্থীরাও লটারির স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশংসা করেছেন।

নতুনভাবে নিয়োগপ্রাপ্ত ডিলাররা খুব শিগগিরই সরকার নির্ধারিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত