আটোয়ারী (পঞ্চগড়)।।পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গ্রামে গোপন বৈঠকের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকর্মী।
পুলিশ জানায়, ৫ আগস্ট একটি নাশকতামূলক পরিকল্পনার অংশ হিসেবে এই গোপন বৈঠক হচ্ছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ আব্দুল মজিদ, পিতা: মৃত জামাল হোসেন – বড়দাপ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
২. মোঃ আব্দুল কুদ্দুস – বড়দাপ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বড়দাপ গ্রামের একটি বাড়িতে কয়েকজন রাজনৈতিক কর্মী গোপন মিটিং করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুল মজিদ ও আব্দুল কুদ্দুসকে আটক করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান:
গোপন বৈঠকে বিশৃঙ্খলা তৈরির প্রাথমিক আলামত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের শান্তি ও নিরাপত্তার স্বার্থে পুলিশ সদা সতর্ক।