ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ সত্য, জ্ঞান ও স্বপ্নের আলো নিয়ে এ বছরের শেষের দিকেই উদ্বোধন হতে যাচ্ছে পলাশবাড়ী হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শাখা।
প্রকৃতিক অপার নৈসর্গিক ঘেরা , সবুজের স্নিগ্ধ ছায়া, নির্মল বাতাসের ছোঁয়া, এক শান্ত পরিবেশে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা এক দীপ্ত প্রতিচ্ছবি! হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পলাশবাড়ীর ২য় শাখা, পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়ার আমবাগান নামক স্থানে বিধৌত করতো নদীর কোল ঘেঁষে এক বিঘার অধিক পরিমাণ জমির উপর খুব শীঘ্রই শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে।সেইসাথ থাকছে আবাসিক অনাবাসিকের ব্যবস্থাও।বিদ্যালয়টি যেন জ্ঞান সংস্কৃতি ও মানবিকতা বিকাশের তীর্থভূমি হয়ে ওঠে এমনটাই স্বপ্ন বিদ্যালয়ের পরিচালক এবং শিক্ষক মন্ডলীর।
সবুজের আলিঙ্গনে ঘেরা নিঃসর্গের কোলে জেগে ওঠা এই বিদ্যাপীঠ কেবল একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নয়! বরং মানবিক মূল্যবোধ নৈতিকতা ও সৃজনশীলতার মশাল হাতে এক দীপ্ত ভবিষ্যতের নির্মাতা। সত্য জ্ঞান ও স্বপ্নের আলো নিয়ে হোপ স্কুলের দ্বিতীয় শাখা যেন ভবিষ্যতের দিগন্তে উদিত এক সূর্য যার আলো ছায়ায় প্রসারিত হবে সম্ভাবনার অপার প্রান্তর এমনটাই ব্যক্ত করেন বিদ্যালয়ের পরিচালক মতিয়ার রহমান লাবলু।