মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।। টানা কয়েকদিনের ভারী বর্ষণে দিনাজপুরের বিভিন্ন অঞ্চল পানিবন্দী হয়ে পড়ে। ফলে বড় ধরনের বন্যার আশঙ্কা করেছিলেন সাধারণ মানুষ। এরই মধ্যে বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের অন্তর্গত চককাঞ্চন নতুন পাড়ায় দুদিন পানি বন্দি থাকা জুলেখা বেগম সহযোগিতা চেয়ে ৯৯৯ এ কল করলে তাৎক্ষণিক বিরল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ এর নির্দেশে এএসআই মোঃ নুর ইসলাম পানিবন্দি জুলেখা বেগম সহ ৪ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। রাতারাতি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ছবিগুলো নেট নজর করেছে নেট দুনিয়ায়। পানি বন্দী ২ দিন না খেয়ে থাকা পরিবারগুলো খাদ্যসামগ্রীতে বিরল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ ব্যাপারে বিরল থানার অফিসার্স ইনচার্জ গোলাম মাওলা শাহ এর সাথে কথা হলে তিনি জানান, ২৫ সেপ্টেম্বর সোমবার রাতে জাতীয় জরুরী সেবা (৯৯৯) সংবাদের প্রেক্ষিতে বিরল থানাধীন ২নং ফরাক্কাবাদ ইউনিয়নের অন্তর্গত চককাঞ্চন নতুন পাড়ায় পানি বন্দী অবস্থায় আটক (অনাহারে থাকা) দুস্থ ব্যক্তিদের মাঝে থানা পুলিশের ব্যাক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।