1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
‘অবিবাহিত’ আক্তারিনা ভাতার খাতায় ‘মা’! টাকা যায় ইউপি সদস্যার জামাইয়ের মোবাইল নম্বরে ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ইট-বালু ঘরে পড়ার প্রতিবাদ করায় মারধর, ঠিকাদার গ্রেপ্তার রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের আতঙ্ক “এরশাদ মেম্বার” — একাধিক অপরাধে অভিযুক্ত এই নামধারী বিএনপি নেতা ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমীনের উপর হামলার প্রধান দস্যুতার অপরাধে গ্রেফতার বিআরপি’র বহিস্কৃত নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিআরপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন পীরগঞ্জ বাসী কল্যাণ সমিতি ঢাকা এর হুইল চেয়ার বিতরণ বিলুপ্তির পথে হারিকেন প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা খোকন

কর্ণফুলী গ্যাসের শীর্ষপদে এতো ‘মধু’, মেয়াদ শেষেও কর্মস্থল ছাড়ছেন না এক ব্যবস্থাপক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

ঝড় প্রতিবেদন।।প্রেষনের  মেয়াদ শেষ হলেও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ছাড়ছেন না কাস্টমার মেইনটেন্যান্স উত্তর শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুছ। তিন বছর আগে কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে প্রেষণে তাকে এখানে বদলি করা হয়। মেয়াদ শেষ হওয়ার ৩৮ দিন পরও তিনি কেজিডিসিএলে বলবৎ আছেন।

তবে মো. আব্দুল কুদ্দুছের দাবি তার প্রেষণের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু তিনি এর সপক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি।

অভিযোগ রয়েছে, কেজিডিসিএলের অধিকাংশ সময় আব্দুল কুদ্দুছ সন্ধ্যার পরও অফিস করেন। ওই সময় গ্যাসের নানা সমস্যা, গ্যাসের লাইনের রেগুলেটর মেরামত, গ্যাস কম পাওয়ার অভিযোগসহ যন্ত্রপাতি পরিবর্তন করার নামে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেন টাকা।
কিন্তু সরকারি চাকরি বিধিতে বলা হয়েছে, প্রেষণের সময়কাল তিন বছর। ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া, চাকরির মেয়াদ তিন বছরের অধিক হবে না।
এদিকে একই কোম্পানিতে চাকরি করেন তার স্ত্রী আরিফা আক্তারও। আরিফা আক্তারের বিরুদ্ধে অভিজ্ঞতা না থাকার সত্ত্বেও চাকরি বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই বিষয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পান দুদক চট্টগ্রাম-২ এর সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। পরে তার অবৈধ নিয়োগের বিষয়ে কমিশন বরাবরে মামলার সুপারিশ করেছিলেন দুদকের এই কর্মকর্তা। বর্তমানে আরিফা আক্তার কেজিডিসিএলের পরিকল্পনা বিভাগের উপব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, ২০০৭ সালে পেট্রোবাংলার আওতায়ধীন প্রতিষ্ঠান কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেন মো. আব্দুল কুদ্দুছ। চাকরিতে যোগদানের সময় তার শিক্ষাগত যোগ্যতা দেখান ডিপ্লোমা পাস।

অভিযোগে রয়েছে, চাকরির পর অনুমতি না নিয়ে পড়াশোনা করে গোপনে স্নাতক ডিগ্রি পাস করেন আব্দুল কুদ্দুছ। পরে সেই সার্টিফিকেট পরিচালককে ‘ম্যানেজ’ করে কেজিডিসিএলে জমা দেন তিনি। একই কায়দায় বাগিয়ে নেন দুটি পদোন্নতি।

অথচ নিয়ম অনুযায়ী চাকরিতে যোগ দেওয়ার পর পরবর্তীতে উচ্চতর ডিগ্রি নিতে হলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অফিস আদেশের মাধ্যমে অনুমোদন নিয়ে পড়ালেখা করতে হয়।

জানা গেছে, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপক হন প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুছ । ২০২০ সালের ১৭ আগস্ট এক অফিস আদেশে কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে তাকে প্রেষণে বদলি করা হয় কর্ণফুলী গ্যাসে। এরপর গত ৩০ আগস্ট মো. আব্দুল কুদ্দুছসহ তিনজনকে ব্যবস্থাপক পদে পদোন্নতি দেয় কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর তার প্রেষণের মেয়াদ তিন বছর ১ মাস ৮ দিন পূর্ণ হয়। সেই হিসেবে তিনি নিয়ম বহির্ভূতভাবে কর্মস্থলে ৩৮ দিন বেশি ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেজিডিসিএলের কাস্টমার মেইনটেন্যান্স উত্তর শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুছ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অভিযোগ সত্য নয়। আমার প্রেষণের মেয়াদ বাড়ানো হয়েছে।’

আপনার প্রেষণের মেয়াদ বাড়িয়েছে এমন প্রমাণ দিতে পারবেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে কর্মস্থলের বাইরে, অফিসে আসলে দিতে পারব।’ পরে তিনি এই প্রতিবেদকের সঙ্গে আর যোগাযোগ করেননি।

এই বিষয়ে জানতে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. শাহীনুর ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। পরে আরও কয়েকবার কল দিলে মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং