1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ে শব্দ সচেতনতা দিবসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সাঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ড চারটি দোকান পুড়ে ছাই নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিতে ক্ষোভ পঞ্চগড়ের বোদায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার গ্রেফতার ১ বিএনপি ক্ষমতায় গেলে নিরাপদে থাকবে সনাতনী ধর্মাবলম্বীরা দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে আমরা ডাইনি হাসিনা থেকে রেহাই পেয়েছি ……ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নদীর জমি থেকে বসতভিটা সরিয়ে নিতে ৩৪ জনকে নোটিশ পীরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ দিল্লি আর আওয়ামী দোসরদের দৌরাত্ম্য চলবে না – রাশেদ প্রধান

আদালতে জবানবন্দি দিলেন সেই হাসি, ফিরলেন না বাড়ি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

ঝড় প্রতিবেদন।। ফরিদপুরের সদরপুর উপজেলায় জীবিত উদ্ধার হওয়া হাসি বেগম (২৪) আদালতে জবানবন্দি দিয়েছেন।  বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর আমলি আদালতের (সদরপুর) বিচারক গৌর সুন্দর বিশ্বাস হাসির জবানবন্দি নথিভুক্ত করেন।
জবানবন্দি দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে ময়মনসিংহের নান্দাইলের পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যান হাসি। পরে স্ত্রী হাসিকে হত্যার মিথ্যা অভিযোগে কারাগারে থাকা স্বামী মোতালেব শেখ মুক্ত হয়ে নিজ বাড়িতে ফেরেন। হাসি বেগমের বাবা হাবিবুর রহমান দৈনিক ঝড় কে এসব তথ্য জানিয়েছেন।  
হাসি বেগম ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং একই উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বড় বাড়ি গ্রামের মোতালেব শেখের স্ত্রী। হাসির পরকীয়া প্রেমিকের নাম মোস্তাকিম (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইলের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসি বেগম গত ৭ সেপ্টেম্বর বাড়ি থেকে বিদ্যুৎ বিল দেওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার কোনো হদিস না পাওয়ায় মেয়েকে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দেন জামাতা- এমন অভিযোগ এনে থানায় মামলা করেন হাসির বাবা হাবিবুর রহমান। এর তিন দিন পর ১৪ সেপ্টেম্বর থানায় পাল্টা একটি অভিযোগ দেন মোতালেব শেখ। সেখানে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী নগদ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার জিনিসপত্র নিয়ে তার বাড়ি থেকে বাবার বাড়িতে চলে গেছেন।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ পাওয়া যায়। সেটি হাসির বলে শনাক্ত করে দাফনও করা হয়। এর পরদিন ২১ সেপ্টেম্বর স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হন স্বামী মোতালেব শেখ। গত ২৫ সেপ্টেম্বর হাসিকে জীবিত অবস্থায় ময়মনসিংহের নান্দাইল এলাকা থেকে আটক করে সদরপুর থানা পুলিশ। হাসি জীবিত আছেন বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তিনি মুক্তি পান তার স্বামী মোতালেব শেখ।
হাসির বাবা হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়ে প্রাপ্তবয়স্ক। তার নিজস্ব চিন্তা-চেতনা আছে। যেই মেয়ে তার ৭ বছর বয়সী একটি ছেলে রেখে পরপুরুষের হাত ধরে চলে যেতে পারে তার ব্যাপারে আমার বলার কিছু নেই। আজ কোর্টে জবানবন্দি দিয়ে তার প্রেমিকের সঙ্গে চলে গেছে।
প্রেমিকের সঙ্গে হাসির বিয়ে হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমার জানা নেই। তবে শুনেছি স্বামীকে তালাক দিয়ে ওই প্রেমিককে বিয়ে করবে। তার সাত বছর বয়সী ছেলে বাবার কাছে থাকবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাসির স্বামী মোতালেব শেখ কোনো মন্তব্য করতে রাজি হননি। হাসি বর্তমানে কোনো মুঠোফোন ব্যবহার করেন না বা করলেও তার নম্বর নেই বলে জানান তার বাবা হাবিবুর। এজন্য তার বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি। 
সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, হাসি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সব কিছু পরিষ্কার করায় সকল আইনি বাধা কেটেছে। তার স্বামী মোতালেব শেখ মুক্তি পেয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর হাসির স্বামী মোতালেব স্ত্রীর বিরুদ্ধে থানায় ১০ লাখ টাকার সম্পদ নিয়ে যাওয়ার যে অভিযোগ দিয়েছিলেন সেটি ছিল একটি পাল্টা অভিযোগ। হাসির জবানবন্দির মাধ্যমে সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ায় ওই অভিযোগটি মামলা হিসেবে আর রেকর্ড করা হবে না।
ওসি বলেন, গত ২০ সেপ্টেম্বর আদমপুরে যে মরদেহটি পাওয়া যায় সেটির পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে সকল থানায় তথ্য পাঠানো হয়েছে। তার খোঁজ পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং