ঝড় প্রতিবেদন।। আজ গড়েয়া এস,সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে স্বেচ্ছাসেবী সংগঠন মামুর বাড়ি’র ৪র্থ বর্ষপূর্তি উৎযাপন করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মৃতির পাতায় ধরে রাখতে সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে আয়োজন করে “৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ আড্ডা—২০২৩। অনুষ্ঠানটিতে গড়েয়া, শুখানপুকুর, আউলিয়াপুর, পলাশবাড়ী, শিবরামপুর ও পাশ^র্বতীর্ ইউনিয়নে অবস্থিত বিদ্যালয় সমূহ থেকে এস.এস.সি/২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত সাফল্য অর্জনকারী ৫০ জন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি তে ঐক্যবদ্ধ ব্লাড ব্যাংক, সেচ্ছায় রক্তদান সংস্থা, রুহানিয়াত ফাউন্ডেশন, ভল্টান্টিয়ার ফর বাংলাদেশ ঠাকুরগাঁও শাখা, জাগরণ ব্লাড ব্যাক এন্ড ফাউন্ডেশন, মানবিক ঐতিহাসিক কে এম ফাউন্ডেশন ও ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাব এর স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ নাজমুল হুদা সোহান, কমেডিয়ান—NTV, পারর্ফমার—রঙ্গরস (বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবির আহমাদ (হুমায়ুন), অধ্যক্ষ, গড়েয়া মডেল স্কুল, মোঃ জুলজালাল ইসলাম জুয়েল, প্রধান শিক্ষক, সূর্যোদয় মডেল স্কুল, মোঃ জুবায়েদ বিন আশরাফ, সহকারী শিক্ষক, গড়েয়া এস,সি বহুমুখী উচ্চ বিদ্যালয়, মোঃ মাজহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ রুমন শাহ্, সহকারী শিক্ষক, গড়েয়া ইসলামী একাডেমী ও মানবতার ফেরিওয়ালা মোঃ সিরাজুল ইসলাম, রিক্সাচালক। অনুষ্ঠানটিকে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রহমান, সহকারী শিক্ষক, কালিকাগাঁও ডি—হাট দাখিল মাদ্রাসা।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন মামুর বাড়ির সভাপতি মিজান খান, সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহাগ সহ কার্যকরী কমিটির শাওন কুমার ভৌমিক, মোঃ খাদেমুল ইসলাম, কামরুজ্জামান রিফাত, লিমন ইসলাম, নাসির উদ্দীন নাহিদ, নাসির উদ্দীন পিন্টু, হরিশ চন্দ্র রায়, মকছেদুল ইসলাম, অতুল দেবনাথ, মেহেদী হাসান মিরাজ, উম্মে হাবিবা, আতিকুর রহমান, মাহিদ ইসলাম, মোছাঃ শামিমা ইসলাম, মোঃ শামিম ইসলাম, রতন রায়, মোঃ আব্দুল্লাহ, রুহানা আক্তার রিংকি, সম্পা রেজা এবং অন্যান্য সদস্যবৃন্দ।