1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ফেসবুকে নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার থানায় অভিযোগ প্রশংসায় সুবাহ’র ‘কালকে টুনির বিয়া’ ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার আওয়ামী সরকারের ফ্যাসিষ্ট দোসর অধ্যক্ষ হিসেবে পদায়নে বতিলের দাবীতে মানববন্ধন পঞ্চগড়ে মাশরুম চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত ২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা – রাশেদ প্রধান

পঞ্চগড়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Shahidul islam Shahid
  • প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি।। ‘‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে শুক্রবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সকালে একটি বর্ন্যাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজাদ জাহান বলেন, স্থানীয় সরকার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে। সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে এই দিবস। কারণ আমাদের এসডিজির একটা টার্গেট রয়েছে ২০৩০ এর মধ্যে শতকরা ৮০ ভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে হবে। জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার কথা রয়েছে। তবে, বিষয়টিকে আরো কার্যকর করার জন্য এবং সাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে সকলকে কাজ করতে হবে। ১৮ বছর বয়সের আগে নাগরিকরা জাতীয় পরিচয় পত্র পায় না। এর আগে সব রাষ্ট্রীয় সেবা পেতে জন্মনিবন্ধন সনদ আবশ্যক। জন্ম নিবন্ধন নানা কাজে লাগে। যেমন পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন শিক্ষাপ্রতিষ্ঠানে, সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগ পেতে, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, জাতীয় পরিচয়পত্র পেতে, জমি নিবন্ধন, ব্যাংক হিসাব খোলা, আমদানি ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তি, গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি, করদাতা শনাক্তকরণ সংখ্যা (টিআইএন) প্রাপ্তি, ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি, বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি, গাড়ির নিবন্ধন ব্যবসার অনুমোদন প্রভৃতি। ব্যক্তির জন্মস্থান বা স্থায়ী ঠিকানা বা বর্তমানে বসবাস করছেন এমন যে কোনো স্থানের নিবন্ধকের কাছে জন্মনিবন্ধন করানো যাবে এবং কোনো ব্যক্তি যে এলাকায় মৃত্যুবরণ করেছেন সে এলাকার নিবন্ধকের কাছে মৃত্যু নিবন্ধন করাতে হবে। বিড়ম্বনা এড়াতে নামের সঠিক বানান ও তথ্য নিশ্চিত করা নাগরিকেরই দায়িত্ব।
সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, অধ্যাপক (অব.) হাসনুর রশিদ বাবু, গরিনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল আলম শহীদ বক্তব্য দেন।
সভায় বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। #

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং