ঠাকুরগাঁও প্রতিনিধি।। সদর উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে চুরি যাওয়া ১৭টি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার জগন্নাথপুর আদর্শ কলোনির রমজান আলী, একই এলাকার হারুন, মো. সুমন, গোয়ালপাড়া মহল্লার জীবন ও সাগর। এ ঘটনায় মো: আল মামুন নামে এক ব্যক্তি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সদর উপজেলার গিলাবাড়ী এলাকায় কৃষি জমিতে আগাছা পরিষ্কার করছিলেন কৃষক ও মামলার বাদী আল মামুন। এ সময় তার বাইসাইকেলটি রাস্তার ধারে রাখা ছিল। কিছুণ পর রমজান ও হারুন নামে দুই ব্যক্তি সাইকেলটি নিয়ে যেতে থাকে। পরে তাদের ধাওয়া দিলে হারুন সাইকেলটি নিয়ে দ্রæত পালিয়ে গেলেও রমজান আলী ধরা পরে। তাকে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকার সুমনের বাড়িতে সাইকেলটি রাখা আছে। পরে তার দেয়া তথ্য মতে চেয়ারম্যান ও স্থানীয়দের নিয়ে সুমনের বাড়িতে তল্লাশি করলে একে একে বের হয় আরও ১৭টি চুরি যাওয়া সাইকেল।
সদর থানর অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, গ্রেফতারকৃত সুমন চোর চক্রের সদস্যদের কাছ থেকে বাইসাইকেলগুলো কিনে পরে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে দিত। সুমন ও রমজানকে জিজ্ঞাসাবাদ করে রাতে এ চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়।