ঝড় প্রতিবেদন।।নবম উইকেট পতনের পর আর মাত্র ৫ বল টিকল আফগানদের ইনিংস। ৩৮তম ওভারে শরীফুল ইসলামের শর্ট বল পুল করতে গিয়ে নাভিন-উল-হক ডিপ মিড উইকেটে তাওহীদ হৃদয়কে ক্যাচ দিয়েছেন। ফলে মাত্র ৩৭.২ ওভারেই থেমেছে রশিদ-শহিদীদের ইনিংস। বাংলাদেশের সামনে তাদের লক্ষ্য ১৫৭ রান।