পঞ্চগড় প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় বালক ও বালিকা উভয় বিভাগে বোদা উপজেলা দল জয়ী হয়েছে।
বালক বিভাগে বোদা উপজেলা দল টাইব্রেকারে ৩-১ গোলে আটোয়ারী উপজেলা দলকে হারিয়ে জয়লাভ করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। ফলে খেলাটি টাইব্রেকারে গড়ায়।
অপরদিকে, বালিকা বিভাগে বোদা উপজেলা দল ১৩-০ গোলে আটোয়ারী উপজেলা দলকে হারিয়ে জয় লাভ করে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ শনিবার বিকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবু তোয়বুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
এর আগে অতিথিরা জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের পর রঙিন বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
রোববার (আগামীকাল) একই মাঠে উভয় বিভাগে তেঁতুলিয়া উপজেলা দল দেবীগঞ্জ উপজেলা দল পরস্পরের মোকাবেলা করবে।
টুর্ণামেন্টে উভয় বিভাগে জেলার ১০ টি দল অংশ নিচ্ছে। জেলা পর্যায়ের বিজয়ী দল বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ গ্রহণের সুযোগ পাবে। #