এম বাদল খন্দকার, ব্রাক্ষনবাড়ীয়া জেলা সংবাদদাতা। ব্রাক্ষনবাড়ীয়া ২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রচার প্রচারনা মাঠ পযার্য়ে চালিয়ে যাচ্ছেন। দলের দুদশায় তূনমুল থেকে নেতৃত্ব দেওয়া কমিবান্ধব নেতা এডঃ আশরাফ উদ্দিন মন্ত। তিনি সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। তিনি রাজনীতি শুরু করেন স্কুলে ছাএ অবস্থায়, ছাএলীগের রাজনীতিতে। তিনি বগবন্ধু আদশের সৈনিক ও বগবন্ধু আদশ বাস্তবায়ন করতে কখনো পিছ পা হয়নি।তিনি এরশাদ বিরোধী আন্দোলন বি এন পি জামাত জোট সরকার আমলে অত্যাচার জুলুম শিকার হয়েছেন ও তিনি দলকে সুসংগঠিত করায় জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন দলের জন্য তিনি জীবনের সবটুকু সময় দিয়েছেন।তিনি আরোও বলেন আমি তূনমুল রাজনীতির থেকে উঠে আসা আমি জনগণের দুঃখ কষ্ট বেশি বুঝি কারণ দলের একটা কমি কি চায় তা আমি উপলব্ধি করি সব সময়। কারণ আমি একজন তূনমুল কমি ছিলাম। দলের জন্য আমি সব ত্যাগ শিকার করতে সব সময় প্রস্তত থাকি। তিনি বলেন আমি তূনমুল থেকে শুরু করে উধ্বতন সকল নেতাদের আদেশ নিদেশ সব সময় মাথা পেতে নিয়েছি আমাকে জননেত্রী শেখ হাসিনা যদি নৌকা প্রতিক দেন ইনশাআল্লাহ আমি বিজয় হয়ে ব্রাক্ষনবাড়ীয়া ২ আসনের সকলস্তরের নেতৃবৃন্দ ও জনগনকে সাথে নিয়ে দেশও জাতির উন্নয়নের জন্য আমি কাজ করে যাব, পরিশেষে আমি ব্রাক্ষনবাড়ীয়া ২ আসনের সবস্তরের জনগনের কাছে দোয়া ও রায়ের প্রত্যাশী।সকলে আমার জন্য দোয়া করবেন।